BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন করিশ্মা, সৌজন্যে একতা কাপুর

Published by: Sandipta Bhanja |    Posted: May 23, 2019 4:15 pm|    Updated: May 23, 2019 4:15 pm

Kasrishma Kapoor to enter digital platform via Ekta Kapoor

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ বছর বিরতির পর ফের শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন করিশ্মা কাপুর। একসময়ে দাপিয়ে বেড়িয়েছেন বলি ময়দান। তবে, বিয়ের পর থেকেই তাঁর কাজের সংখ্যায় প্রভাব পড়া শুরু করে। নানা রকম বিজ্ঞাপন, ফ্যাশন ইভেন্ট, এমনকী সিনেমার অতিথি শিল্পী হিসেবেও তাঁকে দেখা গেলেও, বড় পর্দায় দেখা যায়নি। গত বছর শাহরুখের ‘জিরো‘ ছবিতে তাঁর ঝলক পাওয়া গিয়েছিল অতিথি হিসেবে। এবার দীর্ঘ সাত বছর পর অল্ট বালাজির নতুন এক প্রজেক্টে ফিরতে চলেছেন পর্দায়। সৌজন্যে একতা কাপুর।

[আরও পড়ুন :  আত্মবিশ্বাসহীন মেয়ের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আসছে ‘চপস্টিকস’ ]

বড় পর্দায় কিন্তু এখন-ই দেখা পাওয়া যাবে না করিশ্মার। সূত্রের খবর, অল্ট বালাজির ডিজিটাল ময়দান দিয়েই ফিরতে চলেছেন কাজে। একতা কাপুর প্রযোজিত ‘মেন্টালহুড’ নামের ছবিতে তিনি অভিনয় করছেন। করিশ্মার চরিত্রের নাম মীরা শর্মা। এতদিন বাদে কাজে ফিরতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত কাপুর-কন্যা। আবেগপ্রবণ হয়ে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দুটো সন্তান, সংসারকে সময় দিতে গিয়েই দিন চলে যেত। তাই আমি ভেবেছিলাম বিরতি নেব। আপাতত কোনও ছবি করব না। এখন ওরা একটু বড় হয়ে গিয়েছে। তাই আবার কাজ করতে আমার কোনও সমস্যা নেই। আর আমার সন্তানরাও দেখি আমাকে কাজ করতে দেখে বেশ খুশি-ই হয়।” উল্লেখ্য, ‘মেন্টালহুড’ দিয়েই ডিজিটাল ময়দানে পা রাখলেন অভিনেত্রী।

[আরও পড়ুন :  আইনজীবী বুঝে নেবে, ‘লক্ষ্মী বম্ব’ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া পরিচালকের ]

ছবিতে এক মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। যার নাম মীরা শর্মা। বাচ্চাদের সামলাতে গিয়ে হিমশিম খান যিনি। তবে, সন্তানদের সামলানো যে অতটা সোজা নয়, তা তিনি ভাল-ই বুঝেছেন। পরিস্থিতির সঙ্গে সঙ্গে বর্তমানে তিনি অনেকটাই পরিণতমনস্ক। শিখে গিয়েছেন সন্তান মানুষ করার যাবতীয় ট্রিকস। আর নিজের সেই অভিজ্ঞতা তিনি ব্লগে লিখে পৌঁছে যান হাজার হাজার মায়ের কাছে। সোশ্যাল মিডিয়ায় করিশ্মার পোস্ট দেখে এমনটাই আন্দাজ করা যায় ‘মেন্টালহুড’-এ তাঁর চরিত্র প্রসঙ্গে। সন্তান সামলানোর টিপস চাইলে চোখ রাখতে পারেন একতা কাপুরের অল্ট বালাজির এই ওয়েব ছবিতে। শেষ ২০১২ সালে করিশ্মাকে দেখা গিয়েছিল ‘ডেঞ্জারাস ইশক’ নামক থ্রিলার ছবিতে। কিন্তু ২০০৪ সালে পর থেকে ওই ‘সবেধন নীলমণি’ মাত্র একটিই। তবে আপাতত সব ভুলে, সব ঝেড়ে ফেলে ফের কাজে ফিরছেন করিশ্মা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে