সন্দীপ্তা ভঞ্জ: ব্যস্ত জীবন। হাতে নেই সময়। ধরুন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেউ আপনাকে দাঁত মাজিয়ে দিল। হাতের সামনে চলে এল তৈরি কফি। স্নান করিয়ে ভেজা শরীরটাও মুছিয়ে দিল। মুহূর্তের মধ্যে সেরে দিল বাড়ির যাবতীয় কাজ। ঘটলে মন্দ হত না বোধহয়!
নির্দেশ দেওয়া মাত্রই যা কিছু চাইছেন সবকিছু এসে গেল আপনার হাতের কাছে। খানিকটা আলাদিনের জিনির মতো ঠেকছে বোধ করি? অস্বাভাবিক কিছু নয়৷ তবে, এই যাবতীয় কাজ কোনও জিনি নয়, আপনার হয়ে করে দেবে কোনও যন্ত্র। যার জন্য দরকার শুধুমাত্র একটি ‘কমান্ড’ বোতামের। অর্থাৎ যন্ত্রনির্ভর আপনি। মোটের উপর শারীরিক কসরত করতে হবে না। উপরন্তু পরিশ্রম কমবে আপনার। তবে শারীরিক কষ্ট কমলেও, মনের যন্ত্রণা কমবে কি? কিংবা সেই যন্ত্র কি বুঝতে পারবে আপনার মানসিক চাহিদা? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য তৈরি করে ফেললেন আস্ত একখানা ছবি। যার নাম ‘স্টাক’।
[আরও পড়ুন: জেলের পথে সলমন! আদালতে গরহাজিরায় নাকচ হতে পারে জামিন]
আমরা প্রায়শয়ই ভাবি, বাড়িতে থাকা ওয়াশিং মেশিনের মতো যদি কোনও মেশিন থাকত যা আমাদের দুঃখ-কষ্ট ধুয়ে মুছে দিতে পারত, তাহলে হয়তো মন্দ হত না। আর বর্তমানে এহেন ব্যস্ত জীবনে অল্পবিস্তর সব মানুষের মধ্যেই এহেন চিন্তাভাবনা বিচরণ করে। তবে, মানুষের এই ধরণের চিন্তাভাবনার নেপথ্যেই লুকিয়ে রয়েছে, আরেকটি কঠিন বাস্তব। মানুষ যন্ত্র হতে চাইছে। দম লাগানো খেলনা গাড়ির মতো ছুটেই চলেছে মানুষ। বাড়তি আবেগের কোনও জায়গা নেই তাঁর কাছে। অতএব, আমরা প্রত্যেকেই হয়ে বোধহয় কমবেশি যান্ত্রিক হয়ে গিয়েছি। স্পিরিটের মতো ছুটে চলেছি লক্ষ্যভেদ করতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘স্টাক’ ছবির ট্রেলার। আর এই ছবির বিষয়বস্তু খানিকটা মানুষের এহেন যান্ত্রিক আচরণ নিয়েই ভাবাতে বাধ্য করবে আপনাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি যন্ত্রনির্ভর আপনিও যে কারও নজরবন্দি হয়ে রয়েছেন? আর তার পরিণতি কী হতে পারে? না ভাবলেও, ‘স্টাক’-এর ট্রেলার ভাবাবে আপনাকে।
[আরও পড়ুন: বাবাই-মেহুলের প্রেমের পরিণতি কী? উত্তর মিলবে ‘পরিণীতা’য়]
মাত্র ১১ মিনিটের ছবি। অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। একটিই চরিত্রনির্ভর গল্প। পরিচালনায় প্রদীপ্ত থাকলেও ছবির ভাবনা ইয়র্কশায়ার বিশ্ববিদ্যালয়ে গবেষণারত দুই বাঙালির। তাঁরা ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায় এবং রাকা চৌধুরি। তাঁরাই ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’র ভাবনা নিয়ে ছবি করার অনুরোধ জানান প্রদীপ্ত ভট্টাচার্যকে।
পরিচালকের কথায়, ছবির বিষয়বস্তুতে মজেই তিনি এই ছবি পরিচালনা করবেন বলে মনস্থ করেন। ছবির এডিট করতেও বেশ বেগ পেতে হয়েছে পরিচালককে। কেননা, এধরনের গ্রাফিক্স বা ভিএফএক্সের কাজ আগে কখনও করেননি তিনি। পাশাপাশি ঋক এবং রাকা প্রযোজিত এই ছবিতে সহ-প্রযোজক হিসেবেও রয়েছেন পরিচালক স্বয়ং। উল্লেখ্য, এই প্রথম কোনও ছবির প্রযোজনা করলেন ‘বাকিটা ব্যক্তিগত’র পরিচালক প্রদীপ্ত। ‘স্টাক’ প্রথমে দেখানো হবে ইয়র্কশায়ার বিশ্ববিদ্যালয়ে। তারপর বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরে মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। অতিরিক্ত যন্ত্রনির্ভর হয়ে “আই অ্যাম স্টাক, হেল্প মি…” – এই বুলি ভবিষ্যতে যাতে আপনাকেও না আওড়াতে হয়, তা থেকে সাবধান!