Advertisement
Advertisement
নুসরত জাহান

‘লকডাউনে মানুষ খাবার পাচ্ছে না, আপনি রান্নার ভিডিও দিচ্ছেন!’, ফের কটাক্ষের শিকার নুসরত

ঠিক কী হয়েছে? জেনে নিন।

Netizens lashes out at MP Nusrat Jahan for her cooking video
Published by: Sandipta Bhanja
  • Posted:April 12, 2020 2:05 pm
  • Updated:April 12, 2020 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে বাইরে পা রাখার জো নেই! তাই কখনও রং-তুলি হাতে নিয়ে আবার কখনও বা বাড়ির হেঁশেলে হাতা-খুন্তি নিয়েই দিন কাটছে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের। বিরিয়ানি, বিহারি স্টাইল চিকেনের মতো বাহারি রান্না তো বটেই ডেজার্ট বানাতে কিংবা বেকিং করতেও কিন্তু নুসরতের জুড়ি মেলা ভার! অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যায়। দিন কয়েক আগেই কেক বানানোর ভিডিও পোস্ট করেছিলেন। আর সেই পোস্ট দেখেই নেটিজেনরা এবার রে-রে করে উঠেছেন।

“লকডাউনে মানুষ খাবার পাচ্ছে না, আর আপনি রান্নার ভিডিও পোস্ট করছেন? এই বিপদে জনগন আপনাকে পাশে চায়, রান্না করতে দেখতে চায় না!…. হয় জনগনের পাশে দাঁড়ান নাহলে সার্কাস বন্ধ করুন…” এহেন অজস্র কদর্য মন্তব্য ধেয়ে এসেছে সাংসদ নুসরত জাহানের পোস্টে। “লকডাউনে যখন দিন আনি দিন খাই মানুষদের রোজগারের পথ বন্ধ, বাড়িতে তাদের খাবার নেই, কেউ বা হয়তো পেটে খিদে নিয়েই ঘুমোতে যাচ্ছে, এমন সংকটকালীন পরিস্থিতিতে আপনি কীভাবে জনপ্রতিনিধি হিসেবে একের পর এক রান্নার ভিডিও পোস্ট করে চলেছেন?” সে প্রশ্নও আবার তুলেছেন অনেকেই। যদিও বরাবরের মতো নুসরত কোনও মন্তব্য করেননি। তবে দিন কয়েক আগেই ফেসবুক লাইভে এক প্রশ্নের মুখে পড়ে সাংসদ জানিয়েছিলেন, মানুষের সেবায় কাজ করলে তা সবসময়ে চোখে আঙুল দিয়ে দেখাতে তিনি পছন্দ করেন না।

Advertisement

উল্লেখ্য, নুসরত কিন্তু এর আগেও একাধিকবার নানা ধরনের ডেজার্ট, কেক বেকিংয়ের ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে। তবে চারিদিকে এমন ভাইরাসের জেরে সবাই যখন ভয়ে ত্রস্ত, এই সময়ের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় রান্নার ভিডিও শেয়ার করাতেই বোধহয় নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)।  

Advertisement

[আরও পড়ুন: ট্রাকে করে ত্রাণসামগ্রী পৌঁছচ্ছে মজুরদের বাড়ি, চুপিসারেই মানুষের সাহায্যে সলমন  ]

প্রসঙ্গত, লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে গৃহবন্দি থাকার মাঝেই কিন্তু সচেতনতার প্রচার চালিয়ে গিয়েছেন সাংসদ নুসরত জাহান (MP Nusrat Jahan)। কখনও কালীঘাটে মাস্ক বিলি করছেন তো আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে চেতলা বাজার পরিদর্শনে। যথাযথ দূরত্ব বজায় রেখে ক্রেতারা বাজার-ঘাট করছেন কিনা, সেদিকেও কড়া নজর তাঁর। সম্প্রতি করোনা মোকাবিলায় নিজের তহবিল থেকে ৩০ লক্ষ টাকা-সহ নিজের এক মাসের বেতন দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। আবার সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তারকা সাংসদ নুসরত জাহান। তবে এসবের মাঝেই যখন অবকাশ পেয়েছেন জমিয়ে রান্নাবান্নাও করছেন। কখনও বিরিয়ানি তো কখনও ডেজার্ট, আবার কখনও বা বাহারি পদ। স্বামী নিখিল জৈনের সব প্রিয় পদ রেঁধে খাওয়াচ্ছেন তাঁকে। সদ্য কেক বানিয়ে ভিডিও শেয়ার করেছিলেন। নেটিজেনদের নজরে আসতেই আর রক্ষে নেই। ফের ট্রোলড হলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, পুরুলিয়ার দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ প্রযোজক-অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়ার  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ