সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ননদ-বউদির ঝগড়া, খুনসুটি তো লেগেই থাকে। ঠিক শ্বাশুড়ি-বউমার সাংসারিক ঝগড়ার মতোই এটা চিরাচরিত ব্যাপার। কিন্তু, তাতে কী? সম্পর্কগুলো তো আর মিথ্যে হয়ে যায় না এর জন্য! তবে, এখানে ব্যাপার খানিক সিরিয়াস গোছের। অর্জুনের বিয়ের আগে থেকেই মালাইকাকে নিয়ে আপত্তি শুরু করেছেন সোনম কাপুর আহুজা।
[বড়পর্দায় ‘বালাকোট’, নেপথ্যে কোন প্রযোজক?]
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কে এখনও ‘ইন আ রিলেশনসিপ’ স্ট্যাম্প পড়েনি। কিন্তু তাই বলে এমন খবর কি আর গোপন থাকে? যতই দুপক্ষের রাখ ঢাক থাকুক, গোটা বলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যায় মালাইকা-অর্জুনের বিয়ের খবর। ডিনার ডেট থেকে পার্টি-হ্যাং আউট, শহরের ইতি-উতি প্রায়ই দেখা যায় এই জুটিকে। চলতি বছরের এপ্রিলেই তাঁরা নাকি খ্রিস্টান মতে বিয়ে সারতে চলেছেন, এমন খবরও পাওয়া গিয়েছে মালাইকার এক ঘনিষ্ঠ বন্ধু মারফত। সংসার পাতার জন্য মুম্বইয়ের আন্ধেরিতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ইতিমধ্যে টাকা ঢেলে ফেলেছেন মালাইকা-অর্জুন। এবার বিয়েটা যে পাকা, তা বেশ বোঝাই যাচ্ছে! মালাইকার গার্ল-গ্যং থেকে বোন অমৃতা সবার সঙ্গেই অর্জুনের ভালো বন্ধুত্ব। তা একদিকে মালাইকা পক্ষ যখন অর্জুনকে গ্রিন সিগন্যাল দেখিয়েছেন, তখন অর্জুনের তুতো বোন নারাজ এই সম্পর্ক মেনে নিতে।
শোনা গিয়েছে, মালাইকা এবং অর্জুনের সম্পর্ক নিয়ে সোনম কাপুর নাকি একেবারেই খুশি নন। ভাইয়ের বউ হিসেবে মালাইকাকে একেবারেই পছন্দ নয় সোনমের। এর আগেও সোনমের এক টুইস্ট পোস্টে তা পরিষ্কার বোঝা গিয়েছে। আর সোনমের মালাইকা বিদ্বেষ নাকি সম্প্রতি আরও বেড়ে গিয়েছে। কিন্তু কেন?
[ফের দেশপ্রেমের ছবিতে ভিকি কৌশল, কার ভূমিকায় ধরা দেবেন অভিনেতা?]
সূত্রের খবর অনুযায়ী, এক পার্টিতে সোনম আর মালাইকার দেখা হয়েছিল। সেখানে মালাইকা মদ্যপান করে নাকি এতটাই বেসামাল ছিলেন যে নিজেকে সামলাতে পারছিলেন না। গতি বুঝে, সোনম তৎক্ষণাৎ মালাইকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন। তবে, সৌজন্যবোধ তো দূরের কথা, মালাইকা নাকি সাফ সেখান থেকে সোনামকে সরে যেতে বলেন। ব্যাস! এতেই ঘটে, বিপত্তি। মালাইকার এহেন রুক্ষ ব্যবহারে সোনম বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। আর এরপর থেকেই যে অর্জুনের তুতো বোনের মালাইকা ‘না পসন্দ’ মূলক যজ্ঞে এই ঘটনা যে ঘৃতাহূতির মতো কাজ করেছে, তা বলাই বাহুল্য! একদিকে নিন্দুকেরা যখন মালাইকা-অর্জুনের গাঁটছড়া বাঁধার খবরে মশগুল, সোনমের মালাইকা অপছন্দের খবরও কিন্তু তাদের নজর এড়ায়নি।