Advertisement
Advertisement

Breaking News

উপত্যকায় ফের সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

উদ্ধার প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷

2 militants killed in Sopore
Published by: Sayani Sen
  • Posted:December 13, 2018 3:48 pm
  • Updated:December 13, 2018 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত জম্মু-কাশ্মীরের আবারও সাফল্য ভারতীয় সেনার৷ বুধবার রাত থেকে সোপোরে শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে সংঘর্ষ৷ এখনও পর্যন্ত দু’জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা৷ ওই এলাকায় জারি তল্লাশি অভিযান৷

উত্তর কাশ্মীরের বারামুলার সোপোরে একটি বাড়িতে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে, গোপন সূত্রে এমনই খবর পায় ভারতীয় সেনা৷ সেই অনুযায়ী বুধবার রাতে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান৷ জঙ্গি দমনকারীদের দলে ছিলেন ২২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান, এসওজি এবং সিআরপিএফ জওয়ানরা৷ সন্ত্রাসবাদীদের নিকেশ করতে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা৷ সন্দেহজনক ওই বাড়িটিকে ঘিরে ফেলে যৌথ বাহিনী৷ সেই সময় জঙ্গিরা সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেন জওয়ানরা৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ এরপর বৃহস্পতিবার সকালে দুই জঙ্গির দেহ উদ্ধার করেন জওয়ানরা৷

Advertisement

[সবরীমালার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ভক্তের]

সেনা সূত্রে খবর, এনকাউন্টারেই খতম হয়েছে তারা৷ যদিও জঙ্গিদের নাম এখনও জানা যায়নি৷ কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত, তাও এখনও স্পষ্ট নয় সেনার কাছে৷ নিকেশ হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এখনও সোপোরের ওই এলাকাটি ঘিরে রেখেছেন জওয়ানরা৷ নতুন করে যাতে কোনও অশান্তি তৈরি না হয় তাই ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷

Advertisement

[কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ৩ পুলিশকর্মী]

উপত্যকায় একের পর এক সেনা-জঙ্গি গুলির লড়াই লেগেই রয়েছে৷ এর আগে সোপিয়ানে জাইনাপুরায় পুলিশ চৌকি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ তাতে ৪ জন পুলিশকর্মী শহিদ হন৷ এখনও পর্যন্ত পুলিশ চৌকিতে হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ চলতি বছর কতজন জঙ্গি খতম করেছে সেনা, বিবৃতি দিয়ে সেই খতিয়ান চূড়ান্ত করে ভারতীয় সেনা৷ ভারতীয় সেনা সূত্রে খবর, আট বছরের নিরিখে ২০১৮ সালে সবচেয়ে বেশি সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে৷ সেনার প্রকাশিত খতিয়ানে কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত উপত্যকার বাসিন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ