Advertisement
Advertisement

গির অভয়ারণ্যে ১৮ দিনে মৃত্যু একুশটি সিংহের, উদ্বেগে বনদপ্তর

সিংহের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়৷

21 Lion Deaths In 18 Days At Gir
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2018 3:38 pm
  • Updated:October 2, 2018 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গির অভয়ারণ্যে আবারও মৃত্যু সিংহের৷ গুজরাটের আমরেলির ডালখেলিয়া রেঞ্জ থেকে আরও ১০টি সিংহের দেহ উদ্ধার করা হয়েছে৷ গত ১৮ দিনে এই নিয়ে মোট ২১টি সিংহের মৃত্যু হয়েছে৷ পশুরাজের মৃত্যুমিছিলে চিন্তিত বনদপ্তর৷ বন আধিকারিকদের একাংশের দাবি, লিভার ও কিডনিতে সংক্রমণের জেরেই প্রাণ হারিয়ে সিংহগুলি৷ আবার কারও কারও মতে, ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসই সিংহ মৃত্যুর প্রধান কারণ৷ ওই অভয়ারণ্যে থাকা আরও ৩১টি সিংহকে যশধর অ্যানিমাল কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে৷ জুনাগড়ের চিফ কনজারভেটর অফ ফরেস্ট বলেন, ‘‘প্রত্যেকটি সিংহেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ চিকিৎসা চলছে৷’’

[গির অরণ্যে উদ্ধার ১১টি সিংহের দেহ, তদন্তের নির্দেশ দিল প্রশাসন]

গির অভয়ারণ্যে সিংহ মৃত্যুর ঘটনা প্রথম সামনে আসে ১২ সেপ্টেম্বর৷ ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ২১টি সিংহের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে যতগুলি সিংহ মারা গিয়েছে, তাদের প্রত্যেকেরই শরীরে পাওয়া গিয়েছে ডিসটেম্পার ভাইরাস৷ সাধারণত জঙ্গল এলাকায় বসবাসকারী কুকুর থেকেই এই ভাইরাস ছড়ায়৷ একে একে ভাইরাসের দাপটে ১৯৯৪ সালে তানজানিয়ায় একসঙ্গে একহাজার সিংহের মৃত্যু হয়েছিল৷ যদিও একের পর এক সিংহ মৃত্যুর ঘটনায় বন ও পরিবেশ মন্ত্রী গণপত ভাসাভার দাবি কিছুটা অন্যরকম৷ তিনি জানান পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির রিপোর্ট অনুযায়ী, চারটি সিংহের শরীরে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস ছিল৷ আরও ৬টি সিংহের মৃত্যু হয়েছে প্রোটোজোয়া সংক্রমণ থেকে৷ বাকি ১১টি সিংহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও বনদপ্তরের হাতে এসে পৌঁছয়নি বলেও জানান তিনি৷

Advertisement

[কৃষক বিক্ষোভে ধুন্ধুমার রাজধানী, জল কামান-কাঁদানে গ্যাস পুলিশের]

এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয়৷ বিশেষজ্ঞরাও গির অভয়ারণ্য ঘুরে দেখেন৷ প্রতি বছরই গিরে মোটামুটি ১০০টি সিংহ মারা যায়৷ তবে গত কয়েকদিনের মধ্যে মোট ২১ টি সিংহের মৃত্যু ভাবাচ্ছে বনদপ্তরকে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ