সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘২১ বছর আগে, আজকের দিনে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। ওই দিন আমাদের জওয়ানরা কারগিল যুদ্ধ (Kargil war) জিতেছিলেন।’ রবিবার ৬৭তম ‘মন কি বাত’ -এ বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ওই সময়ে ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, দুর্বলের যেরকম স্বভাব কোনও কারণ ছাড়াই সবার সঙ্গে শত্রুতা করে ওরাও তেমনি করে ছিল। আসলে এভাবে ভারতীয় ভূখণ্ড দখল করার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান। সেসময় ওদের দেশে যে গন্ডগোল চলছিল তার থেকে চোখ ঘোরাতেই ভারতের দিকে তাকানোর দুঃসাহস দেখিয়েছিল।’
[আরও পড়ুন: ‘করোনা থেকে মুক্তি দেব’, জনসাধারণকে বিভ্রান্ত করায় গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু ]
প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের আগে সকালে দিল্লির ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে গিয়ে শহিদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরাও। এপ্রসঙ্গে টুইট করে রাজনাথ সিং জানান, ‘কঠিন পরিস্থিতির মধ্যে যে সাহসী জওয়ানরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাঁদের আমি শ্রদ্ধা জানাই। ওই সময় যে ইতিহাস ভারতীয় সেনা জওয়ানরা তৈরি করেছিলেন তার সাক্ষী ছিল গোটা বিশ্ব।’
২১তম কারগিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের কথা স্মরণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই দিনটিকে ভারতের গর্বের দিন বলে উল্লেখ করে টুইট করেন, ‘ভারতের গর্ব, বীরত্ব এবং নেতৃত্বের প্রতীক হল কারগিল বিজয় দিবস। কার্গিলের দুর্গম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে জওয়ানরা সাহসের সঙ্গে যুদ্ধ করে শত্রুদের পরাস্ত করেছিলেন তাঁদের আমি শ্রদ্ধা জানাই। মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করা সেই নায়কদের জন্য গোটা দেশ আজও গর্বিত।’