Advertisement
Advertisement
Madrasa

রাজ্যের ৩০৭টি মাদ্রাসা বেআইনি, মিলবে না সরকারি সাহায্য, ঘোষণা যোগী প্রশাসনের

অভিযোগের ভিত্তিতে মাদ্রাসাগুলির বিষয়ে খোঁজ নেওয়া হয়, দাবি জেলা প্রশাসনের।

307 madrassa declared illegal in UP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 23, 2022 6:57 pm
  • Updated:October 23, 2022 8:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৩০৭টি মাদ্রাসাকে (Madrasa) বেআইনি ঘোষণা করল যোগী সরকার। ওই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে, জানিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি (BJP) সরকার। বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লাম। মাদ্রাসগুলির প্রশাসনিক সমীক্ষার পরেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

মাদ্রাসাগুলির যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসন রিপোর্ট দেয় সরকারকে। জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ভরত লাল গোন্দ বলেন, “সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদ্রাসা বেআইনি। তার মধ্যে দারুল উল্লমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।” ভরত আরও জানান, মাদ্রাসাগুলির কার্যক্রম, কারা তা পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে জেলা প্রশাসন, এরপরই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদ্রাসাগুলি নিয়ে খোঁজখবর করা হয় বলেও জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কোভিডে মা-বাবাকে হারানো খুদেদের সঙ্গে দিওয়ালির নাচ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, ভাইরাল ভিডিও]

জানা গিয়েছে, জেলা প্রশাসনে নথিবদ্ধ মাদ্রাসার সংখ্যা ৭৫৪টি। এর মধ্যে ৬৬৪টি মাদ্রাসায় পঞ্চম শ্রেণি অবধি পড়ানো হয়। ৮০টি মাদ্রাসায় অষ্টম শ্রেণি অবধি পড়ানো হয় পড়ুয়াদের। দশটি মাদ্রাসা মাধ্যমিক যোগ্যতামানের। উল্লেখ্য, গত মাস মাদ্রাসা-সহ উত্তরপ্রদেশের ইসামিলক শিক্ষকেন্দ্রগুলিকে সার্ভে বা সমীক্ষার নির্দেশ দেয় যোগী সরকার। তারপরেই ৩০৭টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করা হল।

Advertisement

[আরও পড়ুন: লাগাতার ধর্ষণ করেছে স্বামী, সৎ ছেলে! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আরজি গৃহবধূর

চলতি বছরে মাদ্রাসা-সহ রাজ্যের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে যোগী প্রশাসনকে। এইসঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি সরকার। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, এমনটা জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। যদিও মাদ্রাসাগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে না, এই প্রস্তাবে একমত হয়েছে যোগীর মন্ত্রী পরিষদ। বিগত অর্থবর্ষে মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্য ৪৭৯ কোটি টাকা বাজেট ধার্য করে যোগী সরকার। রাজ্যের ১৬ হাজার সরকারি নথিভুক্ত মাদ্রাসাকে অনুদান দেওয়া হবে বলে ঠিক হয়। সোমবার যোগী সরকার সিদ্ধান্ত নিল, নতুন মাদ্রাসাগুলি সরকারি সাহায্য পাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ