সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও রাস্তায় নিজের গতিতে ঘুরে বেড়াচ্ছে৷ আবার কখনও রাস্তা পেরিয়ে পাহাড়ে চড়ছে৷ তুষার চিতার এমনই গতিবিধির ছোট্ট একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে অন্যতম বিরল প্রজাতির স্নো লেপার্ড দেখে পশুপ্রেমীরা খুশি তো বটেই, আশাও জাগছে তাঁদের মনে৷
[ আরও পড়ুন: কুমারস্বামীর ইস্তফার পরেই মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন মল্লিকার্জুন খাড়গে! জল্পনা কর্ণাটকে]
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে তুষার চিতা৷ বর্তমানে প্রায় আর দেখাই যায় না৷ দীর্ঘদিন পর উত্তরকাশীর নেলং ভ্যালির কাছে দেখা গিয়েছে এই স্নো লেপার্ডটিকে। উত্তরাখণ্ডের উত্তরকাশীর প্রায় ১১ হাজার ফুট উঁচুতে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের কাছেই রয়েছে নেলং ভ্যালি। চিন সীমান্ত থেকে নেলং ভ্যালির দূরত্ব খুবই কম৷ এই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ নেলং ভ্যালির নিরাপত্তায় নিযুক্ত৷ এই আইটিবিপির আধিকারিকরা নেলং ভ্যালিতে জীববৈচিত্র্য সংরক্ষণেও কাজ করেন৷ এহেন এলাকাতেই দেখা মিলল তুষার চিতাবাঘের৷ ১ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি বর্তমানে নেটদুনিয়া কাঁপাচ্ছে৷
[ আরও পড়ুন: ‘নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার]
মালয়ান ব্লু শিপ এবং মাস্ক ডিয়ার ছাড়াও নানা ধরনের বিরল প্রজাতির প্রাণী দেখা পাওয়া যায় এখানে৷ নিরাপত্তার স্বার্থে তাই গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে বিনা অনুমতিতে সাধারণত পর্যটকদের প্রবেশ তো দূর, এমনকী প্রয়োজন হয় বিশেষ অনুমতিরও৷ নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে আচমকা কীভাবে স্নো লেপার্ড এল, সে বিষয়ে উঠছে প্রশ্ন৷ আগে থেকেই এখানে তুষার চিতা ছিল কি না, তা এখনও জানা যায়নি৷ তুষার চিতাকে নিয়ে জল্পনা যতই মাথাচাড়া দিক না কেন, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানায়নি।
The ghost of the #mountains. Snow #Leopard one of the most elusive #species in the world sited at Gangotri National Park, Uttrakhand. And that also on a road. Forwarded by an ifs officer. pic.twitter.com/pIkhEUcPNF
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 4, 2019
I hope that there are more of them in the area and i pray for their safety.
— Krishna Pratap Malik (@KrishnaPratapM7) July 5, 2019