সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন নারীরা ঘরে-বাইরে অত্যাচারিত হচ্ছেন? এ নিয়ে নানা আলোচনা দেশের সর্বত্র৷ তবে এ বিষয়ে যে তত্ত্ব শোনালেন অন্ধ্রপ্রদেশের স্পিকার, তার জুড়ি মেলা ভার৷ তাঁর মতে নারীরা হল গাড়ির মতো৷ যদি বাড়ির গ্যারাজে পার্ক হয় তাহলে কোনও সমস্যা নেই৷
নারীকে গাড়ি ও যৌন হেনস্তাকে দুর্ঘটনার সঙ্গেই তুলনা করেছেন কোদেলি শিবপ্রসাদ রাও৷ কী তাঁর তত্ত্ব? তাঁর মতে, ধরা যাক কেউ একটা গাড়ি কিনল৷ বাড়ির গ্যারাজে তা পার্ক করা থাকলে চোট লাগার কোনও সমস্যা নেই৷ কিন্তু যেই সেটিকে রাস্তায় বের করা হবে, অমনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে৷ একইরকমভাবে, আগেকার দিনে নারীরা ঘরেই থাকতেন৷ ফলে ঘরোয়া বৈষম্য ছাড়া বাইরেরে হেনস্তার মুখে পড়তে হত না তাঁদের৷ কিন্তু দিন বদলানোর সঙ্গে সঙ্গে সে পরিস্থিতি পাল্টেছে৷ এখন মেয়েরা পড়ছে, কাজ করছে, ব্যবসা করছে৷ বাইরের জগতে সমানে ব্যস্ত তাঁরা৷ ঘরের বাঁধন কেটে সমাজের কাছে যত তাঁরা বাইরে আসছেন, ততই দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে৷
কিন্তু এ তত্ত্ব খাড়া করতে করতেই তিনি সম্ভবত বোঝেন যে তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে৷ আর তাই সাফাই দিয়ে বলেন, তিনি যে মহিলাদের বাইরে বেরোতে বারণ করছেন এমনটা নয়৷ তিনি জানাতে চাইছেন, এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য নারীরা যেন আত্মরক্ষার উপায়গুলিও শিখে রাখেন৷ যদিও তাঁর মন্তব্যে এখনই ঝড় উঠেছে৷ নারীকে এগনোর পরামর্শ দিতে গিয়ে আসলে মহিলাদের তিনি যৌনবস্তুর সঙ্গেই তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ জাতীয় মহিলা সম্মেলনের আগে এক সাংবাদিক বৈঠকেই কী করে একজন এরকম তুলনা টানতে পারেন, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.