Advertisement
Advertisement

Breaking News

‘মহিলারা গাড়ির মতো, বাড়িতে পার্ক করলে ধর্ষণের দুর্ঘটনা ঘটে না’

কী তাঁর তত্ত্ব?

Andhra Pradesh speaker compares women with car, says they won't get raped if parked at home
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 11, 2017 7:55 am
  • Updated:February 11, 2017 7:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন নারীরা ঘরে-বাইরে অত্যাচারিত হচ্ছেন? এ নিয়ে নানা আলোচনা দেশের সর্বত্র৷ তবে এ বিষয়ে যে তত্ত্ব শোনালেন অন্ধ্রপ্রদেশের স্পিকার, তার জুড়ি মেলা ভার৷ তাঁর মতে নারীরা হল গাড়ির মতো৷ যদি বাড়ির গ্যারাজে পার্ক হয় তাহলে কোনও সমস্যা নেই৷

বিশ্বের সবথেকে বড় অনলাইন পরীক্ষা নিল ভারতীয় রেল

নারীকে গাড়ি ও যৌন হেনস্তাকে দুর্ঘটনার সঙ্গেই তুলনা করেছেন কোদেলি শিবপ্রসাদ রাও৷ কী তাঁর তত্ত্ব? তাঁর মতে, ধরা যাক কেউ একটা গাড়ি কিনল৷ বাড়ির গ্যারাজে তা পার্ক করা থাকলে চোট লাগার কোনও সমস্যা নেই৷ কিন্তু যেই সেটিকে রাস্তায় বের করা হবে, অমনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে৷ একইরকমভাবে, আগেকার দিনে নারীরা ঘরেই থাকতেন৷ ফলে ঘরোয়া বৈষম্য ছাড়া বাইরেরে হেনস্তার মুখে পড়তে হত না তাঁদের৷ কিন্তু দিন বদলানোর সঙ্গে সঙ্গে সে পরিস্থিতি পাল্টেছে৷ এখন মেয়েরা পড়ছে, কাজ করছে, ব্যবসা করছে৷ বাইরের জগতে সমানে ব্যস্ত তাঁরা৷ ঘরের বাঁধন কেটে সমাজের কাছে যত তাঁরা বাইরে আসছেন, ততই দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে৷

Advertisement

তেজ বাহাদুরের ফেসবুকে বহু পাকিস্তানি বন্ধু, নজর গোয়েন্দাদের

কিন্তু এ তত্ত্ব খাড়া করতে করতেই তিনি সম্ভবত বোঝেন যে তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করতে পারে৷ আর তাই সাফাই দিয়ে বলেন, তিনি যে মহিলাদের বাইরে বেরোতে বারণ করছেন এমনটা নয়৷ তিনি জানাতে চাইছেন, এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য নারীরা যেন আত্মরক্ষার উপায়গুলিও শিখে রাখেন৷ যদিও তাঁর মন্তব্যে এখনই ঝড় উঠেছে৷ নারীকে এগনোর পরামর্শ দিতে গিয়ে আসলে মহিলাদের তিনি যৌনবস্তুর সঙ্গেই তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ জাতীয় মহিলা সম্মেলনের আগে এক সাংবাদিক বৈঠকেই কী করে একজন এরকম তুলনা টানতে পারেন, তা নিয়েও প্রশ্ন উঠছে৷

জাতীয় সংগীতের অবমাননা করে কাশ্মীরে গ্রেপ্তার ২

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement