সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ বাতিলের পর এবার লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীরকে ফের ভারতের অর্ন্তভুক্ত করা। গত মঙ্গলবার একথা জানিয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। আর বৃহস্পতিবার সরকার নির্দেশ দিলে সেনা তা করতে প্রস্তুত বলে জানিয়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
[আরও পড়ুন: ফোনে কথা বলতে গিয়ে সাপের উপর বসে পড়লেন মহিলা, কী হল তারপর?]
বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জিতেন্দ্র সিংয়ের মন্তব্যের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এর উত্তর দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘এই ধরনের বিষয়ে কী করতে হবে তার সিদ্ধান্ত সরকারই নেবে। আর দেশের সংস্থাগুলি সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। সেনা সবসময় তৈরি আছে।’
গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার সময় জিতেন্দ্র সিং বলেন, ‘দ্বিতীয় মোদি সরকারের প্রথম ১০০ দিনে অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে বড় সাফল্য জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা। এবার আমরা পাক অধিকৃত কাশ্মীরকে ফের ভারতের মধ্যে ফিরিয়ে নিয়ে আনতে চাইছি। কারণ, পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করাটা শুধুমাত্র আমি বা আমাদের সরকারের লক্ষ্য নয়। দীর্ঘদিন ধরে গোটা ভারতবর্ষের মানুষ এটাই চান। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের আমলে সংসদে এই বিষয় নিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাবও পাস হয়। সেটাই বাস্তবায়িত করতে চাই আমরা।’
[আরও পড়ুন: বিস্ফোরণে জ্বলছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের প্ল্যান্ট, বিপদের আশঙ্কায় গ্রামছাড়া বহু]
ভূস্বর্গের বর্তমান পরিস্থিতি তিনি আরও বলেন, ‘উপত্যকা অবরুদ্ধ নয়। কোথাও কার্ফুও জারি করা হয়নি। যতদিন যাচ্ছে সেখানে পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। আসলে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ৩৭০ ধারা বিলোপ করা। আর এতে জম্মু ও কাশ্মীরের মানুষ খুশি হয়েছেন।’
#WATCH Army Chief, General Bipin Rawat on Union Minister Jitendra Singh’s statement, “Next agenda is retrieving PoK & making it a part of India”: Govt takes action in such matters. Institutions of the country will work as per the orders of the govt. Army is always ready. pic.twitter.com/RUS0eHhBXB
— ANI (@ANI) September 12, 2019