Advertisement
Advertisement
অসম

সংসারের হাল ধরতে সবজি বিক্রি এক তরুণীর, সাহায্যের হাত অসম পুলিশের

তরুণীকে দু চাকার গাড়ি উপহার দেয় অসম পুলিশ।

Assamm police helps a young woman giving 2 wheeler for selling veges
Published by: Sucheta Chakrabarty
  • Posted:May 12, 2020 9:39 pm
  • Updated:May 12, 2020 9:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের জেরে টাকা নেই। তাই সংসারের হাল ধরতে সাইকেলে করে অসমে সবজি বিক্রি করতে শুরু করলেন এক তরুণী। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অসম পুলিশ।

অসমের ডিব্রুগড়ের (Dibrugarh) বাসিন্দা জনমনি গগোই (Janmoni Gogoi)। উচ্চমাধ্যমিক দিয়ে বসে বাড়িতে। বাবা অসুস্থ, মা সবজি বিক্রেতা। তবে লকডাউনের জেরে বাজারে গিয়ে সবজি বিক্রি করা বন্ধ হয়েছে। তাই স্কুলে যাওয়ার সাইকেলকে হাতিয়ার করেই সবজি বিক্রি করার সিদ্ধান্ত নেন জনমনি। লকডাউনের প্রথম দিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এই তরুণী। তাঁর এই প্রচেষ্ঠায় খুশি হয়ে তাঁকে একটি স্কুটি উপহার দিলেন অসম পুলিশ। জনমন গগোই জানান, “আমি বাবা-মায়ের একই মেয়ে। দীর্ঘ ১৮ বছর ধরে আমার বাবা রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। ঠিক মতো হাঁটতে পারেন না। তাই মা ই আমায় বড় করেছেন। মা বোরবাড়ুয়া বাজারে সবজি বিক্রি করতেন। উচ্চমাধ্যমিকের পর থেকে প্রায় ২ বছর হল আমিও মাকে ব্যবসায় সাহায্য করি। তবে লকডাউনের জেরে বোরবাড়ুয়া বাজারে গিয়ে ব্যবসা করা অসম্ভব হয়ে পরে। তাই আমি সাইকেলে করে সবজি বিক্রি শুরু করেছি।” জনমনির জীবনের সঙ্গে লড়াই করার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন জেলা পুলিশ কর্তারা। দেলা পুলিশের আধিকারিক পল্লবী মজুমদার জানান, “জনমনিকে টাকা দিয়ে সাহায্য করলে ওর লড়াইকে ছোট করে দেওয়া হত। তাই টাকার পরিবর্তে ওকে আমরা একটি স্কুটি উপহার দিই। যাতে ও সহজেই আরও বেশি করে সবজি বিক্রি করতে পারে ও সংসারের হাল ধরতে সমর্থ হয়।”

Advertisement

[আরও পড়ুন:করোনা মোকাবিলায় দিশা দেখাবে আর্সেনিকাম অ্যালবাম, দাবি আয়ুষ মন্ত্রকের]

জেলা পুলিশের সাহায্য পেয়ে আপ্লুত হন এই তরুণী। জনমনির কথায়, “অনেক সময় এক সবজি নিয়ে সাইকেলে যেতে সমস্যা হত। অনেক দিন বিক্রিও হত না ফিরে আসতে হত। কিন্তু এই গাড়িতে চেপে এবার থেকে আরও দূরে যেতে পারব। এনেক সবজি নিয়ে যেতে আর সমস্যা হবে না। আমি আরও পরিশ্রম করব।” তবে জনমনির চোখে আত্মবিশ্বাসের উজ্জ্বলতা যে তাঁকে আরও এগিয়ে ননিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement

[আরও পড়ুন:লকডাউন বাড়ছেই, বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করে ইঙ্গিত প্রধানমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ