Advertisement
Advertisement

Breaking News

Bengaluru Couple Fined

রাত ১১টার পর রাস্তায় হাঁটছেন কেন! আজব কারণে বেঙ্গালুরুর দম্পতিকে জরিমানা পুলিশের

তিন হাজার টাকা জরিমানা করা হয় ওই দম্পতিকে।

Bengaluru couple fined for roaming at road after 11 pm | Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2022 1:19 pm
  • Updated:December 11, 2022 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক দম্পতি। শুধুমাত্র সেই জন্যই তাঁদের এক হাজার টাকা জরিমানা করল পুলিশ। কারণ হিসাবে জানানো হল, রাত এগারোটা বেজে গিয়েছে। তারপরে রাস্তায় হাঁটার অনুমতি নেই। সোশ্যাল মিডিয়ায় সমস্ত বিষয়টি তুলে ধরেন বেঙ্গালুরুর (Bengaluru) ওই দম্পতি। স্বভাবতই প্রশ্ন উঠছে, এহেন আইন কোথায় লেখা আছে? তবে গোটা বিষয়টি জেনে বেঙ্গালুরুর পুলিশের তরফে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল? কার্তিক পাত্রি নামে ওই যুবক টুইটারে লিখেছেন, স্ত্রীর সঙ্গে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। হেঁটেই সেখান থেকে ফিরছিলেন ওই দম্পতি। রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির কাছে পৌঁছতেই পুলিশের একটি টহলদারি ভ্যান তাঁদের আটকে দেয়। তাঁদের পরিচয়পত্র দেখতে চান দু’জন ট্রাফিক পুলিশ (Bengaluru Police)। আধার কার্ড দেখাতেই সেই নম্বর নোট করে তিন হাজার টাকার চালান বানিয়ে দেওয়া হয় ওই দম্পতির নামে। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কংগ্রেস নেতাতেই আস্থা, ত্রিপুরায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল]

চালানের বিষয়ে জিজ্ঞাসা করতেই এক পুলিশকর্মী বলেন, রাত এগারোটা বাজার পরে এইভাবে রাস্তায় ঘোরা যায় না। এটা নিয়মবিরুদ্ধ কাজ। প্রাথমিকভাবে সন্দেহ হলেও কার্তিক ও তাঁর স্ত্রী ঠিক করেন, ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু বারবার ক্ষমা চাওয়া সত্বেও ছেড়ে দেওয়া তো দূর, উলটে তাঁদের গ্রেপ্তার করার হুমকি দেয় দুই পুলিশকর্মী। টাকা দিতেই হবে, এই দাবিতে অনড় থাকে তারা।

Advertisement

শেষ পর্যন্ত এক হাজার টাকা জরিমানা দিতে বাধ্য হন কার্তিকরা। পুলিশের দাবি মেনে অনলাইনে সেই টাকা মেটাতে হয়। টাকা পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় পুলিশ, এমনটাই জানিয়েছেন কার্তিক। গোটা ঘটনা টুইট করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বেঙ্গালুরুর উত্তর-পূর্বের পুলিশ কমিশনার বলেছেন, এই ঘটনায় যুক্তদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। পুরো ঘটনা পুলিশের কাছে তুলে ধরার জন্য কার্তিককে ধন্যবাদও দিয়েছেন তিনি। তবে সকলের প্রশ্ন একটাই, বেঙ্গালুরুর মতো শহরে এরকম ঘটনা ঘটল কী করে? 

[আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি কার্যকরের পথে কেন্দ্র, এবার অনার্স-সহ স্নাতকের ডিগ্রি পেতে লাগবে ৪ বছর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ