Advertisement
Advertisement
Kashmir

ফের রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

মৃত যুবক বিহারের বাসিন্দা ছিলেন।

Bihari worker shot dead by terrorists in Kashmir
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 18, 2024 9:04 am
  • Updated:April 18, 2024 9:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। জঙ্গিদের গুলিতে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত যুবক বিহারের বাসিন্দা ছিলেন। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। জেদাহিদের খোঁজে শুরু করা হয় তল্লাশি অভিযান। 

বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায়। পুলিশ সূত্রে খবর, এদিন অনন্তনাগের বিজবেহার অঞ্চলে দুই পরিযায়ী শ্রমিকের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একজন। রাজা শাহ নামে বিহারের ওই যুবকের পেটে ও ঘাড়ে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায়  হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় রাজার। 

Advertisement

[আরও পড়ুন: ‘এই নির্বাচন সাধারণ নয়, উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের চিঠি মোদির]

ঘটনার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। জেহাদিদের খোঁজে শুরু করা হয় তল্লাশি অভিযান। এর আগে উপত্যকায় বহুবার জঙ্গিদের ‘টার্গেট’ হয়েছেন পরিযায়ীরা। গত সপ্তাহে কাশ্মীরের সোপিয়ান জেলার পাদপয়ান এলাকায় রঞ্জিত সিং নামে এক পরিযায়ী গাইডকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। রঞ্জিত ওই সময় কয়েকজন বিদেশি পর্যটকদের নিয়ে স্থানীয় একটি রেস্তরাঁয় খাবার খাচ্ছিলেন। তখনই মুখ ঢেকে জঙ্গিরা আসে। গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার কয়েকদিনের মাথাতেই জেহাদিদের হামলায় প্রাণ গেল বিহারের শ্রমিকের। 

Advertisement

[আরও পড়ুন: প্রেম ভাঙায় আত্মঘাতী হলে দায়ী নয় সঙ্গী, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ