Advertisement
Advertisement
JP Nadda

‘৩ থেকে ৭৭ হয়েছি, এবার ক্ষমতায় আসব’, বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে বাংলা নিয়ে হুঙ্কার নাড্ডার

বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি, চিন্তিত নয় তৃণমূল।

BJP President JP Nadda Claims party will snatch power in Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 17, 2024 8:26 pm
  • Updated:February 17, 2024 8:26 pm

বুদ্ধদেব সেনগুপ্ত: দলের রাষ্ট্রীয় অধিবেশন। গোটা দেশ থেকে ১১ হাজার নেতাকর্মী হাজির। তাঁদের সামনেই বাংলায় ক্ষমতা দখল নিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি দাবি করলেন, বাংলায় কয়েক বছরে রকেটের গতিতে বেড়েছে বিজেপি (BJP)। আগামীবার ক্ষমতা দখল করবে।

রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন,”মাত্র ৭-৮ বছর আগেও আমরা বাংলায় ১০ শতাংশ ভোটের পার্টি ছিলাম। মাত্র ৩ জন বিধায়ক ছিলেন। আজ ৩ থেকে ৭৭ হয়েছি। বাংলায় এখন আমাদের ভোট সাড়ে ৩৮ শতাংশ। আমি এখনই আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় আমরাই ক্ষমতা দখল করব।”

Advertisement

[আরও পড়ুন: মায়ের কোল থেকে সন্তানকে ছুড়ে ফেলার অভিযোগ, সন্দেশখালিতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন]

মজার কথা হল, নাড্ডা যে অধিবেশনে দাঁড়িয়ে এই কথাগুলি বললেন, সেই অধিবেশনটি ছিল মূলত লোকসভা কেন্দ্রিক। অথচ, সেখান থেকে বিধানসভার ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে গেলেন বিজেপি সভাপতি। লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) নিয়ে বিশেষ শব্দ খরচ করলেন না। আসলে বাংলা নিয়ে চিন্তায় মোদি-শাহরা। প্রকাশ্যে ৩৫ আসনের টার্গেট বেধে দিলেই শেষ পযন্ত ক’টি আসন তুলে আনা সম্ভব তা নিয়ে সন্দিহান দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

[আরও পড়ুন: হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্ম সম্প্রসারণ, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ রেলের]

সম্ভবত সেকারণেই লোকসভা ভোটের আগে বাংলার কর্মীদের চাঙ্গা করতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল অবশ্য নাড্ডার এই পেপটক নিয়ে চিন্তিত নয়। শাসক শিবির বলছে, নাড্ডারা দিবাস্বপ্ন দেখছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement