Advertisement
Advertisement

Breaking News

গ্রেনেড হামলা

শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড হামলা, জখম অন্তত ৪

অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Blast outside Kashmir University in Srinagar; 4 injured

ঘটনাস্থলের ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:November 26, 2019 2:52 pm
  • Updated:November 26, 2019 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কাশ্মীরে হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। মঙ্গলবার দুপুরে শ্রীনগরের হজরতবাল এলাকায় অবস্থিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গ্রেনেড ছোঁড়ে তারা। এর জেরে এখনও পর্যন্ত অন্তত চারজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থার আধিকারিকরা।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বড় ধাক্কা বিজেপির, উপমুখ্যমন্ত্রী পদে ইস্তফা অজিত পওয়ারের]

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হজরতবাল এলাকায় অবস্থিত শ্রীনগর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের সামনে জড়ো হয় কয়েকজন জঙ্গি। তারপর আচমকা গ্রেনেড ছুঁড়তে আরম্ভ করে। গ্রেনেড বিস্ফোরণের জেরে ওই এলাকায় থাকা কমপক্ষে চারজন মানুষ জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: শবরীমালা যাওয়ার আগেই আক্রমণ মহিলা দর্শনার্থীকে, চোখে ছোঁড়া হল মরিচ গুঁড়ো]

সোমবার ভূস্বর্গে বসবাসকারী নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে জম্মু ও কাশ্মীর পুলিশ। ওই নির্দেশিকায় এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানানো হয়েছে। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাঁদের রক্ষা করতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫(এ) ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে পাকিস্তান। এর জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে জঙ্গি জোগাড় করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। যদিও তাদের সবরকম অপচেষ্টা রুখে দিচ্ছে ভারতীয় সেনা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ