Advertisement
Advertisement
মুম্বই

মানবিকতা আর উপস্থিত বুদ্ধি, আত্মহত্যার মুখ থেকে বৃদ্ধকে বাঁচিয়ে ‘হিরো’ দুই পুলিশকর্মী

দু’জনের কাজ মুহূর্তের মধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়৷

Brave cops jump on tracks to save elderly man’s life
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2019 5:37 pm
  • Updated:July 7, 2019 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স হয়েছে৷ পরিবারের অবহেলাই যেন নিত্যসঙ্গী তাঁর৷ প্রতি মুহূর্তেই মনে হত এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু ভাল৷ কিন্তু জীবনের ইতি টানায় তো আর কারও হাত নেই৷ তাই বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ৷ ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধ৷ কিন্তু দুই পুলিশকর্মীর উদ্যোগে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন তিনি৷ ওই ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ তাঁদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই৷

[ আরও পড়ুন: উত্তরাখণ্ডে ক্যামেরাবন্দি বিরল তুষার চিতা, ভাইরাল ভিডিও]

পশ্চিম রেলের তরফে মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের একটি রুদ্ধশ্বাস ভিডিও টুইট করা হয়৷ ওই ভিডিওর শুরুতে দেখা যায় স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন যাত্রীরা৷ ওই ভিড়ের মাঝেই ছিলেন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি৷ ঘোষণা হওয়ামাত্রই ট্রেন ঢুকল স্টেশনে৷ আচমকাই রেললাইনে ঝাঁপ দিলেন ওই ব্যক্তি৷ রেললাইনের উপরে মাথা পেতে আধ শোওয়া হয়ে পড়েছেন তিনি৷ প্রায় কাছাকাছি চলে এসেছে ট্রেন৷ সকলেই ততক্ষণে বুঝে গেছেন, আত্মহত্যা করাই উদ্দেশ্য তাঁর৷ অনেকেই স্টেশন থেকে ট্রেন থামানোর চেষ্টা করেন৷

Advertisement

স্টেশন চত্বরেই ছিলেন মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীতে কর্মরত মনোজ এবং রেলপুলিশে কর্মরত অশোক নামে দুজন৷ আগুপিছু না ভেবেই রেললাইনে ঝাঁপ দেন তাঁরা৷ প্রায় টেনেহিঁচড়ে আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তিকে রেললাইন থেকে সরিয়ে আনেন৷ প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি৷ ট্রেন থেমে যাওয়ার পর স্টেশনে নিয়ে আসা হয় তাঁকে৷ পরিজনদের খুঁজে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই বৃদ্ধকে৷ পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা৷

Advertisement

[ আরও পড়ুন: সন্তানদের বিদেশে পাঠিয়ে রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট, নজরে বিচ্ছিন্নতাবাদীদের ভূমিকা]

প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশকর্মীদের ওই ব্যক্তিকে বাঁচানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে চোখের নিমেষে৷ নেটিজেনরা সকলেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ৷ যদিও পুলিশকর্মীরা বাহবা নিয়ে বিশেষ চিন্তিত নন৷ বরং নাগরিক হিসাবে দায়িত্ব পালন করেছেন বলেই জানিয়েছেন দুজনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ