Advertisement
Advertisement

Breaking News

Nagaland

আপত্তি কেন্দ্রের, নাগাল্যান্ডে ১৪ নিরীহ নাগরিকের মৃত্যুতে শাস্তির মুখে পড়ছেন না সেনা আধিকারিকরা

সেনার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না পুলিশ, সাফ জানিয়ে দিল কেন্দ্র।

Centre denied sanction to prosecute 30 army personnel allegedly involved in counter-insurgency operation in Nagaland

নাগাল্যান্ডে টহলরত আফস্পা

Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2023 11:44 am
  • Updated:April 14, 2023 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়। তাঁদের গুলিতে নিরীহ নাগরিকদের মৃত্যু হলেও নয়। কার্যত স্পষ্ট করে দিল কেন্দ্র। ২ বছর আগে নাগাল্যান্ডের মন জেলার অভিশপ্ত অভিযানে অভিযুক্ত সেনা কর্মীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় আপত্তি জানাল মোদি (Narendra Modi) সরকার ।

২০২১ সালের ডিসেম্বরে নাগাল্যান্ডের (Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হয়ে যায় ১৪ জন নিরীহ গ্রামবাসীদের দেহ। এহেন মর্মান্তিক ঘটনা তোলপাড় ফেলে দেয় গোটা দেশে। নিরাপত্তার নামে নিরীহ গ্রামবাসীর উপরে গুলি চালানো নিয়ে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠে যায়। সেই ঘটনার তদন্তে নাগাল্যান্ড পুলিশ বিশেষ তদন্তকারী দল অর্থাৎ SIT ঘঠন করেছিল। সেই সিটের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে অভিযুক্তদের খাতায় নাম আছে ৩০ জন সেনা আধিকারিকদের।

Advertisement

[আরও পড়ুন: সাড়ে তিন বছরেই ঠোঁটস্থ সব রাজ্যের রাজধানী, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল বালুরঘাটের খুদে]

কিন্তু নাগাল্যান্ড পুলিশ তাদের বিরুদ্ধে কোনওরকম তদন্ত করতে পারবে না। যে ৩০ জন সেনা আধিকারিকের বিরুদ্ধে নাগাল্যান্ড পুলিশ তদন্ত করতে চাইছে, তাদের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্র জানিয়ে দিয়েছে, নাগাল্যান্ড পুলিশ ওই সেনা জওয়ানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। আদালতকেও সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। আসলে নাগাল্যান্ডে দীর্ঘদিন ধরে AFSPA জারি আছে। সেনার সেই বিশেষ ক্ষমতার জন্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আপত্তি জানিয়েছে কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতি নিয়ে সিপিএমের ‘লড়াইয়ের সহজপাঠ’, কবিগুরুর সৃষ্টি বিকৃতির অভিযোগে সরব তৃণমূল]

তাৎপর্যপূর্ণ ঘটনা হল নাগাল্যান্ডের সেই এনকাউন্টার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেসময় বিবৃতি দিয়ে ভুল স্বীকারও করে নিয়েছিলেন। তিনি বলেন, “ওটিং গ্রামে চরমপন্থী কার্যকলাপ চলছিল। সেনা কম্যান্ডোরা এলাকায় বিস্ফোরক বিছিয়ে রেখেছিলেন। সেই সময় একটি যাত্রীবোঝাই গাড়ি আসে। গাড়িটিকে দাঁড়াতে বললে পালানোর চেষ্টা করে তা। তখনই জঙ্গি সন্দেহে গুলি চালিয়ে দেয় সেনা। পরে বোঝা যায়, পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। আর সেই কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে।” অর্থাৎ কেন্দ্র ভুল মেনে নিলেও সেনা আধিকারিকদের শাস্তিতে আপত্তি জানাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ