Advertisement
Advertisement

Breaking News

New parliament building

নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল

নতুন ভবনকে 'শ্বাসরোধী' বলেও দাবি করলেন কংগ্রেস নেতা।

Congress dubs new parliament building as ‘Modi Multiplex’। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 23, 2023 1:52 pm
  • Updated:September 23, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবন আসলে ‘মোদি মাল্টিপ্লেক্স’। কিংবা ‘মোদি ম্যারিওট’। এমনই কটাক্ষ করলেন কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। নতুন ভবনকে ‘শ্বাসরোধী’ বলেও দাবি করলেন তিনি।

এক্স হ্যান্ডলে রমেশ লিখেছেন, ‘এত প্রচার করে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়েছে। যদিও আসলে সেটা প্রধানমন্ত্রীর (PM Modi) উদ্দেশ্য ভালোই বোঝে। একে বলা উচিত মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিওট।’ নতুন ও পুরনো সংসদ ভবনের পার্থক্যের কথা বলতে গিয়ে বর্ষীয়ান নেতার ব্যাখ্যা, নতুন ভবন দমবন্ধ করে দেয়। একে অপরকে দেখতে হয় বাইনোকুলার দিয়ে। পুরনো ভবনে এক কক্ষ থেকে অন্য কক্ষে হেঁটে যাওয়া ইত্যাদি ছিল অনেক সহজ।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে রাজ চক্রবর্তী, ব্যাপারটা কী?]

উল্লেখ্য, গত ২৮ মে উদ্বোধন হয় নয়া সংসদ ভবনের। তবে সরকারি ভাবে এর উদ্বোধন হয় ১৯ সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর দিন শুরু হয় নতুন ভবনের অধিবেশন। আর তারপরই বিতর্ক বেঁধেছে বিজেপি সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে। চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে কটু মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। আর এরপরই বাঁধে বিতর্ক। তাঁকে শোকজ করেছে দল।

[আরও পড়ুন: দিঘা বেড়াতে যেতে দামি গাড়ি না দেওয়ায় খুন! নাগেরবাজারে বৃদ্ধের হত্যার কিনারা করল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ