Advertisement
Advertisement
Raj Chakrabarty visits former CPIM MP Tarit Baran Topdar's house

প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে রাজ চক্রবর্তী, ব্যাপারটা কী?

রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, চলছে জোর আলোচনা।

TMC MLA Raj Chakrabarty visits former CPIM MP Tarit Baran Topdar's house । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 23, 2023 11:34 am
  • Updated:September 23, 2023 5:21 pm

অর্ণব দাস, বারাকপুর: দলমত ভিন্ন। তা সত্ত্বেও বিরোধী দলের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে তৃণমূলের তারকা বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। আচমকা কেন দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার বাড়িতে গেলেন তৃণমূল বিধায়ক, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা। রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, চলছে জোর আলোচনা।

শুক্রবার রাতে দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতার বাড়িতে যান রাজ। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের। কী কারণে প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে গেলেন তারকা বিধায়ক, তা স্পষ্ট নয়। রাজের দাবি, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই। রাজ আরও বলেন, “তড়িৎবাবুর গল্প অন্যদের মুখে শুনি। এদিন তাঁর মুখে বারাকপুরের ইতিহাস, গল্প শুনলাম।”

Advertisement

[আরও পড়ুন: পুজোর আগে বৃষ্টিতে পণ্ড হবে রবিবাসরীয় শপিং? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

যদিও তড়িৎ তোপদারের ছেলে নীলাদ্রি তোপদার জানান, রাজ চক্রবর্তী বাবার উপর একটি তথ্যচিত্র বানাতে চান। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। বারাকপুরের ইতিহাস নিয়েও আলোচনা হয়েছে তাঁদের। তবে দুপক্ষের বক্তব্য সত্ত্বেও জল্পনার শেষ নেই। নীলাদ্রি তোপদারের দাবি সত্যি হলে তা কেন স্বীকার করলেন না রাজ, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তথ্যচিত্র বানানোর কথা কেন স্পষ্টভাবে স্বীকার করলেন না তারকা বিধায়ক, প্রশ্ন উঠছে।

Advertisement

[আরও পড়ুন: চুল নিয়ে ব্যবসায়িক বিবাদে অপহরণ! উদ্ধার বিশ্বভারতীর নিখোঁজ বিদেশি গবেষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ