Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

COVID-19 Update: ৭১৫ দিন পর বড়সড় স্বস্তি দেশের কোভিড গ্রাফে, একদিনে সংক্রমিত হাজারেরও কম!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৩ জন।

COVID-19 in India: Positive cases decreased from 1000 and stand to 913 in last 24 hours after 715 days | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:April 4, 2022 9:45 am
  • Updated:April 4, 2022 10:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারীর চতুর্থ তরঙ্গ আছড়ে পড়ার আগে স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড (COVID-19) গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান দেখে হাঁফ ছাড়ছেন আমজনতা থেকে চিকিৎসক -সকলে। একদিনে দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিতের সংখ্যা নেমে গেল হাজারেরও নিচে। পরিসংখ্যানবিদদের মতে, ৭১৫ দিন পর দেশের কোভিড গ্রাফে এতটা পতন! গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৬ জন। পজিটিভিটি রেট এই মুহূর্তে ০.২৯ শতাংশ। 

 

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিনে চোখ রাখলে বোঝা যাবে, দেশের কোভিড গ্রাফের একধাপে কতটা উন্নতি হয়েছে। অ্যাকটিভ কেস (Active Cases) এই মুহূর্তে ১২,৫৯৭। পরিসংখ্যান অনুযায়ী, ৭১৪ দিন পর দেশের করোনা অ্যাকটিভ কেস নামল ১৩ হাজারের নিচে। কোভিডের ছোবলে প্রাণ হারিয়েছেন মোট ৫,২১,৩৫৮। 

[আরও পড়ুন: মাধ্যমিকেও পুষ্পা রাজ! ‘আপুন লিখেগা নেহি,’ উত্তরপত্রে লিখল পরীক্ষার্থী, হতভম্ব শিক্ষক]

১ এপ্রিল থেকে দেশে উঠে গিয়েছে কোভিডবিধি। বেশিরভাগ রাজ্যের কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সিদ্ধান্ত যে একেবারেই হঠকারী নয়, তা স্পষ্ট বুঝিয়ে দিল সপ্তাহের প্রথম দিনের কোভিড গ্রাফ। যদিও বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখাতে শুরু করেছেন করোনা ভাইরাসের বেশ কয়েকটি নয়া স্ট্রেন। চিন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। চিন্তা আরও বাড়িয়ে খবর মিলছে, কোভিড আক্রান্ত হলিউড অভিনেতা ড্যানিয়েল ক্রেগ (Daniel Craig) তথা ‘জেমস বন্ড’।  

[আরও পড়ুন: মা ও সৎ বাবার হাতে খুন মেয়ে! বারাসতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য]

এদিকে, করোনার চতুর্থ ঢেউ রুখতে সমস্ত দেশবাসীকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ICMR। তবে কবে থেকে তা চালু হবে,জানা যায়নি এখনও। ইতিমধ্য়ে অবশ্য ভ্যাকসিনের (Corona vaccine) ১,৮৪,৭০,৮৩,২৭৯ ডোজ দেওয়া হয়ে গিয়েছে। কমবয়সিদের টিকা এবং বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।  কোভ্যাক্সিন নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে WHO. ভারত বায়োটেক নতুন করে তা উৎপাদন করবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ