Advertisement
Advertisement

Breaking News

বড় ধাক্কা খেল গান্ধী পরিবার, হেরাল্ড হাউস খালি করার নির্দেশ আদালতের

দু'সপ্তাহের মধ্যে খালি করতে হবে হেরাল্ড হাউস৷

 Delhi High Court orders to vacate Herald House
Published by: Tanujit Das
  • Posted:December 21, 2018 3:58 pm
  • Updated:December 21, 2018 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় ধাক্কা খেল গান্ধী পরিবার৷ নেহেরু জমানার ঐতিহ্যবহনকারী হেরাল্ড বিল্ডিং ফাঁকা করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট৷ শুক্রবারের রায়ে আদালত জানিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যে খালি করে দিতে হবে এই বিল্ডিং৷ পাশাপাশি, এই জমির অধিগ্রহণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত৷ এমনকী, খারিজ করে দেওয়া হয়েছে, ভূমি ও সংস্কার দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের দায়ের করা মামলাও৷

[মানুষের চেয়ে গরুর মৃত্যুই বড় ইস্যু, বুলন্দশহর কাণ্ডে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার]

Advertisement

‘ন্যাশনাল হেরাল্ড’ সংক্রান্ত মামলায় তছরুপের অভিযোগে আগেই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স আধিকারিকদের তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট৷ উল্লেখ্য, ২০১২ সালে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ এনে দিল্লির একটি কোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷ অভিযোগে বিজেপি সাংসদ জানিয়েছিলেন, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের মালিক অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড (এজেএল) কোম্পানিটিকে মাত্র ৫০ লক্ষ টাকায় কেনে রাহুল ও সোনিয়া গান্ধীর সংস্থা ‘ইয়ং ইন্ডিয়ানস’৷ ২০১১ সালে এজেএল-এর সমস্ত শেয়ার ট্রান্সফার করা হয় ‘ইয়ং ইন্ডিয়ানস’কে৷

Advertisement

[সোহরাবউদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় বেকসুর খালাস ২২ অভিযুক্ত]

উল্লেখ্য, এজেএল-কে প্রায় ৯০ কোটি টাকার ঋণ দিয়েছিল কংগ্রেস৷ এবার এজেএল-এর মালিক হিসেবে সেই টাকা দাবি করার অধিকার পান সোনিয়া ও রাহুল৷ এছাড়াও বেআইনিভাবে শেয়ার হোল্ডারদের না জানিয়ে এজেএল-এর শেয়ার ইয়ং ইন্ডিয়ানস-কে ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ৷ এই মামলায় সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও অভিযোগ রয়েছে মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে ও স্যাম পিত্রোদার বিরুদ্ধে৷ যদিও সোনিয়া ও রাহুল গান্ধী আগেই জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন৷ সুব্রক্ষ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার কোনও ভিত্তি নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ