Advertisement
Advertisement
Anubrata mandal

দিল্লি হাই কোর্টে মিলল না স্বস্তি, অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে আনার আবেদন খারিজ

এই আবেদন এবার রাউজ অ্যাভিনিউ আদালতে করতে বলল হাই কোর্ট।

Delhi High Court rejects TMC leader Anubrata mandal's plea | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 24, 2023 6:57 pm
  • Updated:April 24, 2023 7:26 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লি হাই কোর্টেও স্বস্তি পেলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর আসানসোল সংশোধনাগারে স্থানান্তরের আবেদন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হল। এই আবেদন এবার রাউজ অ্যাভিনিউ আদালতে করতে বলল হাই কোর্ট।

আগামী ৮ মে রাউজ অ্যাভিনিউর বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে রয়েছে স্থানান্তর মামলার শুনানি। সেই মামলার তারিখ এগিয়ে আনার নির্দেশও দিয়েছে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। আদালতের নির্দেশ মতো, সোমবারই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির আইনজীবীরা। যদিও এদিন তাঁর জামিনের আবেদনের শুনানি হয়নি।

Advertisement

[আরও পড়ুন: কুস্তিগিরদের আন্দোলনের জের, পিছোল WFI-এর নির্বাচন, গঠিত নয়া অ্যাড হক কমিটি]

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারির পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। প্রায় মাসখানেক সেখানেই রয়েছেন।

Advertisement

তারই মধ্যে খানিক করুণ সুরে অনুব্রত মণ্ডল জানতে চেয়েছিলেন, তিহাড় জেল থেকে আসানসোলের জেলে পাঠানোর আরজির কী হল? এর পরই অনুব্রতর আইনজীবীরা তাঁকে স্বস্তি দিতে সচেষ্ট হয়েছিলেন। অনুব্রতকে আসানসোলে ফেরানোর আরজির যাতে দ্রুত শুনানি হয়, দিল্লি হাই কোর্টের কাছে সেই আবেদন করেন তাঁর আইনজীবীরা। কিন্তু এবার তা প্রত্যাহার করা হল।

[আরও পড়ুন: টিভি সাক্ষাৎকার দিয়ে চরম অস্বস্তিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়! রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ