Advertisement
Advertisement

Breaking News

বিমান

বিমানে যান্ত্রিক ত্রুটি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন গড়করি

চালকের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন ১৪৩ জন যাত্রী৷

Flight carrying Nitin Gadkari suffers technical snag
Published by: Sucheta Sengupta
  • Posted:August 13, 2019 3:39 pm
  • Updated:August 13, 2019 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি৷ আজ সকালেই নাগপুর থেকে দিল্লিগামী বিমানে উঠেছিলেন তিনি৷ উড়ানের ঠিক মিনিট খানেক আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বড় বিপর্যয় থেকে বাঁচলেন গড়করি-সহ শতাধিক যাত্রী৷

[আরও পড়ুন: ৩১ আগস্ট প্রকাশ করতে হবে বাতিল নামের তালিকা, এনআরসি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের]

আজ সকালে ইন্ডিগো 6E 636 বিমানটি নাগপুর থেকে দিল্লি যাচ্ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷ ছিলেন আরও শতাধিক যাত্রী৷ টেক অফের তখন ঠিক ১ মিনিট বাকি৷ আচমকাই পাইলটের নজরে পড়ে, যান্ত্রিক ত্রুটি রয়ে গিয়েছে৷ সঙ্গে সঙ্গে তিনি জরুরি ভিত্তিতে বার্তা পাঠান কন্ট্রোল রুমে৷ সেখান থেকে উড়ানটি বাতিল করেন৷ আপৎকালীন ঘোষণায় যাত্রীদের তা জানিয়ে দেওয়া হয়৷ তাঁদের সকলকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে৷ রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে বিমানটিকে ফিরিয়ে আনা হয়৷ দিল্লিগামী পরবর্তী বিমানের জন্য তাঁরা নাগপুর বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন ১৪৩ জন যাত্রী৷ তাঁদের সঙ্গেই ছিলেন নীতীন গড়করি৷ তিনিও পরবর্তী বিমানেই দিল্লি রওনা হন৷ মহারাষ্ট্র বিজেপির তরফে জানানো হয়েছে, নিরাপদেই রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Advertisement

পাইলটের কথায়, ‘ভাগ্যিস টেক অফের আগে খেয়াল করলাম৷ নাহলে বড় বিপদ ঘটতে পারত৷ তবে যাত্রীরা নিরাপদে আছেন, এটাই সবচেয়ে ভাল খবর৷’ মঙ্গলবারের এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ৷ বিজয় মুলেকার নামে এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য এমনটা হয়েছে৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন৷ তাঁদের দ্রুত অন্য বিমানে পাঠিয়ে দেওয়া হয়েছে৷’ এদিন আরেকটি ঘটনায় মুম্বই থেকে লখনউগামী বিমান এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তা একঘণ্টা দেরিতে তা লখনউ পৌঁছায়৷ ইন্ডিগোর এই পরিষেবা নিয়ে যাত্রীরা বেশ ক্ষুব্ধ৷  

Advertisement

[আরও পড়ুন: আগুনের গ্রাসে দিল্লির গান্ধীনগর মার্কেট, ঘটনাস্থলে দমকলের ২১টি ইঞ্জিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ