Advertisement
Advertisement
Sikkim

তুষারপাতে বিপর্যস্ত সিকিমে উদ্ধার ৮০০ পর্যটক, গরম খাবার-শীতবস্ত্র দিল সেনা

সেনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া পর্যটকরা।

Indian Army rescues 800 tourists from high altitude of East Sikkim after they got stuck during heavy snowfall | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 14, 2023 10:44 am
  • Updated:December 14, 2023 10:46 am

অর্ণব আইচ: শীতের মরশুমে তুষারপাতে বিপর্যস্ত গোটা সিকিম (Sikkim)। বেড়াতে গিয়ে বরফপাতের জেরে আটকে পড়েছেন প্রায় হাজার পর্যটক (Tourists)। পূর্ব সিকিমের দুর্গম এলাকা থেকে তাঁদের উদ্ধারে ঝাঁপাল ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস (Trishakti Corps)। দিনভর উদ্ধারকাজ চালিয়ে ৮০০ জনকে নিরাপদে বাইরে নিয়ে এলেন সেনারা (Indian Army)। প্রবল শীতে জবুথবু হয়ে যাওয়া মানুষজনকে সেনা ব্যারাকেই এনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁদের শীতবস্ত্র, গরম খাবারও দেওয়া হয়েছে। সেনার কাজে কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া পর্যটকরা।

উঁচু পার্বত্য অংশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার কাজেও সবসময়ে মোতায়েন থাকে সেনা। তাদেরই একাংশ শীতকালে অতিরিক্ত তুষারপাতে পরিস্থিতি সামাল দেওয়ার কাজে নামে। এবারও তার ব্যতিক্রম হল না। উচ্চ অক্ষাংশের পূর্ব সিকিমে স্তরে স্তরে বরফ জমেছে। যার জেরে একবিন্দুও এগোতে পারেননি সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। আর তাঁদের উদ্ধারেই নামল ত্রিশক্তি কর্পস। বুধবার রাত পর্যন্ত ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। সেনা ছাউনিতে এনে তাঁদের যথাযথ শুশ্রূষা করা হয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হওয়া পর্যটকদের জন্য ব্যারাকের বিস্তীর্ণ জায়গা ছেড়েও দিয়েছে সেনাবাহিনী।

Advertisement

[আরও পড়ুন: এবার বাইডেনের বিরুদ্ধে শুরু ইমপিচমেন্ট প্রক্রিয়া, চাপ তৈরির কৌশল ট্রাম্পের দলের?]

সেনা সূত্রে খবর, এখনও পূর্ব সিকিমের কিছু অংশে প্রায় ৩০০ পর্যটক আটকে। তাঁদেরও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। ভারতীয় সেনাবাহিনীর এমন সাহায্য যেন বিপদের মধ্যে সাক্ষাৎ ঈশ্বরের আশীর্বাদ, এমনই মনে করছেন পর্যটকরা। অনেকেই বলছেন, সেনা জওয়ানদের দেখা পেলেই মনে হয়, বিপদ কেটে যাবে। এদিকে সিকিমে এখনও তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ত্রিশক্তি কর্পস।

Advertisement

[আরও পড়ুন: চালকের চোখে ঘুম! তাতেই ৫৯ দুর্ঘটনা রাজ্যে, মৃত্যু ২৯ জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ