Advertisement
Advertisement

Breaking News

China ladakh

চিনকে শায়েস্তা করতে লাদাখে ১৫ হাজার সেনা মোতায়েন করল Indian Army

কাশ্মীর থেকে সন্ত্রাসদমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়।

Indian Army's counter-terrorism division deployed to counter China on Ladakh | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 24, 2021 8:48 pm
  • Updated:July 24, 2021 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে মাঝেসাঝেই চোখ রাঙায় লালফৌজ (PLA)। কখনও সীমান্ত বরাবর চলে চিনা সেনার টহল, তো কখনও LAC’র ধারে ওড়ে লালফৌজের কপ্টার। এবার চিনের উপর চাপ তৈরি করতে পূর্ব লাদাখ (Eastern Ladakh) সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করল ভারত। নর্দান কম্যান্ডের আওতাধীন সন্ত্রাসদমন শাখার জওয়ানদের সরিয়ে আনা হয়েছে লাদাখ এলাকায়। উদ্দেশ্য, চিনের উসকানিমূলক আচরণের জবাব দেওয়া। প্রয়োজন মতো চিনা আগ্রাসন রুখে দেওয়া। ভারতীয় সেনার এ হেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এক সরকারি সূত্র জানিয়েছে মাস কয়েক আগেই সন্ত্রাসদমন শাখার ১৫ হাজার জওয়ানকে পূর্ব লাদাখে মোতেয়ন করা হয়েছে। চিনের আগ্রাসনের কড়া জবাব দিতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: নজরে সংসদ অধিবেশন, দিল্লিতে গিয়েই দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন Mamata]

গত বছর জুন-জুলাই মাস নাগাদ লাদাখ সীমান্তে একাধিকবার উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। এমনকী, তাঁদের আগ্রাসন রুখতে গিয়ে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। এর পর থেকেই লাদাখ সীমান্ত সুরক্ষায় আরও বেশি জোর দিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ১৫ হাজার জওয়ানকে মূলত সুগার সেক্টরে মোতায়েন করা হয়েছে। যাঁরা লে-এর ১৪ কর্পস কমান্ডোদের সাহায্য করবে। এই অতিরিক্ত বাহিনী পার্বত্য অঞ্চলে কিংবা পার্বত্য মরু অঞ্চলে যুদ্ধ পরিচালনায় অত্যন্ত দক্ষ।

[আরও পড়ুন: পাঞ্জাবে সিধুর অভিষেক সভায় কোভিড বিধি না মানার অভিযোগ, দায়ের হল FIR]

প্রসঙ্গত, গত বছর চিনা আগ্রাসনের পর থেকেই এই এলাকায় প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। রয়েছেন অত্যাধুনিক সমরাস্ত্রও। এমন পরিস্থিতিতে নতুন ১৫ হাজার সেনা মোতায়েন করায় লাদাখ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ