Advertisement
Advertisement

Breaking News

এবার আপনার স্টেশনেও বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দিতে চলেছে রেল

জানেন কীভাবে?

Indian railways plans to set up 500 WiFi Kiosks at remote stations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2017 11:07 am
  • Updated:December 26, 2019 2:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেথায় ওয়াই-ফাই, সেথায় হটস্পট প্রেমিক-প্রেমিকাদের ভিড়৷ ডিজিটাল হচ্ছে ভারত৷ বাড়ছে ইন্টারনেটের চাহিদা৷ এই চাহিদা পূরণের লক্ষ্যেই বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে ভারতীয় রেল৷ কিন্তু তা এতদিন ছিল কেবলমাত্র শিয়ালদহ, দমদমের মতো বড় স্টেশনগুলিতে৷ হ্যাঁ, কিছু মেট্রো স্টেশনেও পাওয়া যায় হটস্পটের সুবিধা৷ তবে এবার দেশের আরও বেশি সংখ্যক মানুষের কাছে ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দিতে চলেছে ভারতীয় রেল৷ ভারতের ৫০০টি প্রত্যন্ত স্টেশনে বসানো হবে ওয়াই-ফাই কিয়স্ক৷ যেখানে বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা পাবেন দেশবাসী৷

[শত্রুপক্ষের বুক চিরে আঘাত হানতে সক্ষম হবে ব্রহ্মস-এর নয়া সংস্করণ]

Advertisement

বিশেষ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রেলওয়েল সাথী’৷ জানা গিয়েছে, এর মধ্যে ৪০০ স্টেশনে ওয়াই-ফাই দেওয়ার ক্ষেত্রে গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতীয় রেল৷ রেলের এক আধিকারিকের কথায়, এই ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ যাত্রীরা অনেক বেশি ডিজিটাল মাধ্যমের সঙ্গে জুড়ে যাবেন৷ অনলাইন লেনদেনের পথও অনেকটাই প্রশস্ত হবে৷ ফ্রি’র এই হটস্পটের মাধ্যমে ফর্ম ফিলাপ, মোবাইল, ডিটিএইচ রিচার্জের মতো কাজও করতে পারবেন তাঁরা৷ ভবিষ্যতে দেশের প্রত্যেক স্টেশনেই এভাবেই ফ্রি ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের৷

Advertisement

[রাজধানী এক্সপ্রেসের খাবার খেয়ে অসুস্থ যাত্রীরা, বিক্ষোভ আসানসোলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ