Advertisement
Advertisement
Corona virus live update

করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত, কেরলের দুই জেলায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন

তিরুঅনন্তপুরমেও জারি কড়া বিধিনিষেধ।

Kerala Govt. imposes Section 144 in two districts for COVID-19 surge। SangbadPratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:October 2, 2020 8:40 am
  • Updated:October 4, 2020 8:25 am  

দেশজুড়ে জারি হয়েছে Unlock 5.0-এর নির্দেশিকা। তবে করোনা সংক্রমণে বিরাম নেই। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৯৮ হাজার ৬৭৮ জন। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। মৃত ৫ হাজার ৭০ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):

রাত ১০.৪০: আন্দামান-নিকোবরে নতুন করে গত ২৪ ঘণ্টা ১০ জনের শরীরে মিলেছে সংক্রমণ, মোট আক্রান্ত ৩৮৫৮। মৃত্যু হয়েছে মোট ৫৩ জনের।

Advertisement

রাত ১০.১৫: ঝাড়খণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত ৭৩৬ জন, মৃত্যু হয়েছে ৮ জনের।

রাত ৯.৪৮: হরিয়ানায় নতুন করে ১৪৭৬ জনের শরীরে মিলল করোনার জীবাণু। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থতার সংখ্যা ১৬৭৮।

 

রাত ৯.২৭: পরীক্ষামূলক প্রয়োগ চলাকালীন স্বেচ্ছাসেবকের অসুস্থতার জের। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল গত ১ মাস ধরে স্থগিত জাপানে। ট্রায়াল বন্ধ আমেরিকাতেও।

রাত ৯.০৬: মহারাষ্ট্রের করোনা গ্রাফে এতটুকুও স্বস্তি নেই। নতুন করে ১৫,৫৯১ জনের শরীরে মিলল জীবাণু, মৃ্ত্যু হয়েছে ৪২৪ জনের।

রাত ৮.৫০: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। কেরলের এর্নাকুলাম ও কোট্টায়াম জেলায় জারি ১৪৪ ধারা। শনিবার থেকে তিরুঅনন্তপুরমে একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি।  

রাত ৮.১৪: কর্ণাটকের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ঘণ্টায় কর্ণাটকে নতুন করে কোভিড আক্রান্ত ৮৭৯৩, মৃত্যু হয়েছে ১২৫ জনের।

সন্ধে ৭. ৫০: গত ২৪ ঘণ্টা বাংলায় সংক্রমিত ৩,৩১০ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। 

সন্ধে ৭.২৫: রাজস্থানে নতুন করে সংক্রমিত ২,২১১ জন।

 

সন্ধে ৭.০০: অন্ধ্রপ্রদেশে নতুন করে সংক্রমিত ৬, ৫৫৫ জন।

 

সন্ধে ৬. ৩০: হিমাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ৩৪ জন।

সন্ধে ৬.০০: কেরলে নতুন করে সংক্রমিত ৯, ২৫৮ জন।

বিকেল ৫.০০: নেপালে রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ২, ৭২২ জন। 

বিকেল ৪. ৩০: নাগাল্যান্ডে নতুন করে সংক্রমিত ৭৪ জন।

বিকেল ৪. ২৫: এখনও পর্যন্ত করোনার বলি পুদুচেরির ২৮ হাজার মানুষ।

বিকেল ৪.১০: সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই কঠিন হয়ে উঠতে পারে করোনার চেক ভাঙা, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের।

দুপুর ৩. ৪৫: দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রায় ২০০ দিন পর সাধারণ দর্শকদের জন্য ফের উন্মুক্ত হতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম।

দুপুর ৩টে: আগামী ১৫ অক্টোবর থেকে পাঞ্জাবে স্কুল খোলার কথা। এর ফলে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা অভিভাবকদের।

দুপুর ১.৩০:তেলেঙ্গানায় নতুন করে আক্রান্ত ২০০৯। মৃত্যু হয়েছে ১০ জনের।

দুপুর ১২.৩০: মুম্বইয়ের ডাব্বাওয়ালাদের লোকাল ট্রেনে ওঠার অনুমতি দিল মহারাষ্ট্র সরকার।

দুপুর ১২টা: আক্রান্ত হলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

সকাল ১০.৩০: সস্ত্রীক আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সকাল ৯.৩০: গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ১০৯৫ জনের।

সকাল ৯টা: প্রবল শ্বাসকষ্টের জেরে হাসপাতালে ভরতি হলেন উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াত।

সকাল ৮.৪৫: ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরীক্ষা হয়েছে ৭ কোটি ৬৭ লক্ষ ১৭ হাজার ৭২৮টি নমুনা।

সকাল ৮.৩০: ঘনিষ্ঠ পরামর্শদাতা আক্রান্ত হওয়ার পর নমুনা পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাঁরা দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

সকাল ৮টা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত ভারচুয়াল ইনফরমেশন সেশনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement