BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বালেশ্বরে দুর্ঘটনাগ্রস্তদের পাশে LIC, বিমার টাকা সহজে দিতে শিথিল বহু নিয়ম

Published by: Paramita Paul |    Posted: June 4, 2023 12:07 pm|    Updated: June 4, 2023 12:10 pm

LIC relaxes claims process for victims of Coromandel Express Accident | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালেশ্বরের দুর্ঘটনায় মৃত ও আহতদের পাশে দাঁড়াল জীবন বিমা নিগম তথা এলআইসি (LIC)। দুর্ঘটনাগ্রস্তদের জীবন বিমা বা চিকিৎসা বিমার টাকা পাওয়ার প্রক্রিয়া সরল করার কথা ঘোষণা করেছেন বিমা নিগমের চেয়ারম্যান সিদ্ধান্ত মোহান্তি। দুর্ঘটনায় আহতদের বিমার টাকা দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) টাকা পাওয়ার নিয়মও শিথিল করা হবে বলে আশ্বাস দিয়েছে এলআইসি (LIC)।

সিদ্ধান্ত মোহান্তি জানিয়েছেন, “ওড়িশার বালেশ্বরের (Odisha Train Tragedy) মর্মান্তিক দুর্ঘটনায় এলআইসি শোকাহত। আমরা দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁদের বিমার টাকা দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” জানা গিয়েছে, বিমার টাকার পাওয়ার বিষয় ন্যূনতম নথিপত্র চাওয়া হবে। পাশাপাশি এক্ষেত্রে নিয়মেরও সরলীকরণ করা হবে বলে খবর। এমনকী, ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র গ্রাহকদের জন্য নিয়ম শিথিল করা হবে। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতেও জীবন বিমার নিয়ম শিথিল করা হচ্ছে।

[আরও পড়ুন: নতুন সপ্তাহেও চলবে তাপপ্রবাহ, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে]

জীবন বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের নামে থাকা জীবন বিমার টাকা পেতে ডেথ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। বদলে কেন্দ্র, রাজ্য বা কেন্দ্রীয় কোনও সংস্থার প্রকাশিত মৃতদের তালিকায় নাম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত বলে গণ্য করা হবে। সেই তালিকা দেখিয়ে জীবন বিমার টাকা মিলবে। সবমিলিয়ে পুরো প্রক্রিয়া সরল করা হচ্ছে বলে জানানো হয়েছে এলআইসির তরফে।

[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার আসল কারণ কী? অবশেষে জানালেন রেলমন্ত্রী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে