Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

নোটবন্দি, পেগাসাস, রাফালে, ক্ষমতায় ফিরলে সব তদন্ত হবে, মোদিকে হুঁশিয়ারি কংগ্রেসের

গত কয়েক বছর ধরেই এই ইস্যুগুলি নিয়ে সরব রাহুল গান্ধী। নোট বাতিলের পর থেকেই এটিকে ভারতের অর্থনীতির জন্য বিরাট ধাক্কা হিসাবে বর্ণনা করে এসেছেন তিনি।

Lok Sabha 2024: Congress to probe BJP scams if elected to power

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 6, 2024 10:53 am
  • Updated:April 6, 2024 10:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতায় ফিরলেই বিজেপি আমলের সব দুর্নীতির তদন্ত হবে। ইস্তেহারে ঘোষণা করল কংগ্রেস (Congress)। হাত শিবিরের দাবি, মোদি জমানায় বহু দুর্নীতির উপর পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সে সব পর্দা সরবে কংগ্রেস ক্ষমতায় ফিরলেই।

কেন্দ্রে ক্ষমতায় এলে বিজেপি (BJP) নেতৃত্বের সরকারের কার্যকালে নেওয়া নির্বাচনী বন্ড-সহ নোটবন্দি, পেগাসাস, রাফালে চুক্তির মতো সিদ্ধান্তগুলির তদন্ত করবে কংগ্রেস। দলের লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ইস্তাহার ‘ন্যায়পত্রে’ একথা জানানো হয়েছে। ৪৮ পাতার ইস্তেহারের ২৫ নম্বর পাতায় বলা হয়েছে, ‘গত দশ বছরে বিজেপি তথা এনডিএ সরকারের পক্ষ থেকে গৃহীত বেশ কিছু পদক্ষেপের বাস্তব হল দুর্নীতির উপর পর্দা দেওয়ার চেষ্টা। যেমন নোটবন্দি, রাফালে চুক্তি, পেগাসাস স্পাইওয়ার এবং নির্বাচনী বন্ড। কংগ্রেস এই সমস্ত সন্দেহজনক বিষয়ের তদন্ত করবে এবং সেই সমস্ত মানুষকে আইনের আওতায় নিয়ে আসবে যারা অনৈতিকভাবে অবৈধ সুবিধা লাভ করেছে।”

Advertisement

[আরও পড়ুন: তীব্র গরমে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, অ্যাডিনো, বাচ্চাদের সুস্থ রাখতে ভরসা মাস্ক]

বস্তুত, গত কয়েক বছর ধরেই এই ইস্যুগুলি নিয়ে সরব রাহুল গান্ধী। নোট বাতিলের পর থেকেই এটিকে ভারতের অর্থনীতির জন্য বিরাট ধাক্কা হিসাবে বর্ণনা করে এসেছেন তিনি। ২০১৯ নির্বাচনে রাফালে যুদ্ধবিমানকেই মূল ইস্যু করেছিল কংগ্রেস। পেগাসাস নিয়েও দীর্ঘদিন আন্দোলন হয়েছে। কিন্তু কোনও আন্দোলনই কংগ্রেসের জন্য সেভাবে ফলপ্রসূ হয়নি। বরং আমজনতা এসব বিস্মৃত। ভোটের মুখে তাই কংগ্রেস এই ইস্যুগুলি ফের মনে করিয়ে দিতে চাইছে।

Advertisement

[আরও পড়ুন: ভুতুড়ে হাসি, গান! ওয়াটগঞ্জ হত্যাকাণ্ডের পর বাড়ি ঘিরে দানা বাঁধছে আতঙ্ক]

ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে নির্বাচনী বন্ড নিয়ে একযোগে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। রাহুলরা বলছেন, এই নির্বাচন গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর নির্বাচন। একদিকে রয়েছে এনডিএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যাঁরা সংবিধান এবং গণতন্ত্রকে আক্রমণ করছেন এবং অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট যারা সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে চায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ