Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যুতে ফের বানচাল সংসদ অধিবেশন

নোট বাতিল ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মন্তব্য ঘিরে আক্রমণের পথে হাঁটে বিজেপি৷

Lok sabha adjourned till monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 4:05 pm
  • Updated:November 18, 2016 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শুক্রবারও বিরোধীদের হই-হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল লোকসভা অধিবেশনএকাধিকবার কিছু সময়ের জন্য মুলতবি হয়ে যায় রাজ্যসভা অধিবেশনও৷ এদিনও ফের নোট বাতিল ইস্যুতে সরকারকে চেপে ধরে বিরোধীরা৷

এদিকে নোট বাতিল ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মন্তব্য ঘিরে আক্রমণের পথে হাঁটে বিজেপি৷ গুলাম নবি আজাদকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করে বিজেপি৷ প্রসঙ্গত, নোট বাতিলের ইস্যুকে উরি হামলার সঙ্গে তুলনা করেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷ তাঁর এই মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি৷ একই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণের পথে হাঁটেন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ যদিও আজাদের মন্তব্য বৃহস্পতিবারই সংসদের উচ্চকক্ষের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে৷

Advertisement

এদিকে এদিন নোট বাতিল ইস্যুতে কংগ্রেস ও এআইএডিএমকে নেতারা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি নেতারাও৷ সবমিলিয়ে লোকসভা ও রাজ্যসভা এদিন সংসদের উভয় কক্ষই নোট বাতিল ইস্যুতে ছিল উত্তপ্ত৷ অন্যদিকে, তিরুবনন্তপুরমে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে তাঁর বিধানসভার সদস্যরা আরবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ