Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Polls 2024

দেশে বাড়ছে মহিলা ভোটার, ২০২৯ সালেই ছাপিয়ে যাবে পুরুষদের! বলছে রিপোর্ট

২০১৯ সালের লোকসভা ভোটে মোট ৬২ কোটি মানুষ ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ কোটি মহিলা। সে বার রেজিস্টার্ড ভোটার সংখ্যা ছিল ৮৯ কোটি। তার মধ্যে প্রায় ৪৬ কোটি পুরুষ এবং প্রায় ৪৩ কোটি মহিলা।

Lok Sabha Polls 2024: Women voters continue to rise, expected to surpass males
Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2024 2:43 pm
  • Updated:April 18, 2024 2:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে সেই প্রথম লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) থেকেই ভোটাধিকার রয়েছে মহিলাদের। কিন্তু সচেতনতার অভাবে শুরুর দিকে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ তুলনায় কম ছিল। এখন বিভেদ ঘুচছে। এগোচ্ছেন মহিলা ভোটাররাও। সক্রিয় অংশগ্রহণের নিরিখে এ বছর পুরুষদের প্রায় সমান-সমান মহিলারা।

এসবিআই রিসার্চ (SBI Research) সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। যে রিপোর্টে বলা হচ্ছে দেশে মহিলা ভোটারের সংখ্যা এই মুহূর্তে প্রায় পুরুষদের সমান। ২০২৯ লোকসভা নির্বাচন পর্যন্ত সেটা পুরুষদের ছাপিয়েও যেতে পারে। বস্তুত স্বাধীনতার পর দেশে পুরুষ ও মহিলাদের ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে পার্থক্য ছিল ১৫ শতাংশের বেশি। অর্থাৎ মহিলাদের থেকে প্রায় ১৫ শতাংশ বেশি পুরুষ ভোটপ্রক্রিয়ায় অংশ নিতেন। সেই ব্যবধান কমতে কমতে ২০১৪ সালে দাঁড়িয়েছিল দেড় শতাংশে। ২০২৪-এ এসে সংখ্যাটা প্রায় সমান সমান। ২০১৯-এ মহিলারা পুরুষদের ছাপিয়ে যাবেন, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]

এসবিআই রিসার্চ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, ২০১৯ সালের লোকসভা ভোটে মোট ৬২ কোটি মানুষ ভোট দিয়েছেন। তাঁদের মধ্যে ৩০ কোটি মহিলা। সে বার রেজিস্টার্ড ভোটার সংখ্যা ছিল ৮৯ কোটি। তার মধ্যে প্রায় ৪৬ কোটি পুরুষ এবং প্রায় ৪৩ কোটি মহিলা। কমিশনের (Election Commission) হিসাব অনুযায়ী, ২০২৪-এ ভোটার সংখ্যা বেড়েছে। এ বার ভোটারের মোট সংখ্যা প্রায় ৯৬ কোটি ৮০ হাজার। এর মধ্যে সাড়ে ৪৯ কোটির কিছু বেশি পুরুষ এবং ৪৭ কোটির কিছু বেশি মহিলা। ওই রিপোর্টে দাবি, এবার ভোট দিতে পারেন ৬৮ কোটি মানুষ। এর মধ্যে মহিলা হতে পারেন ৩৩ কোটি। অর্থাৎ ব্যবধান কমতে কমতে নেমেছে দুকোটিতে।

Advertisement

[আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে রামনবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি, রাতভর রাজ্য সড়ক অবরোধ বিজেপির]

ওই রিপোর্টেই বলা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে এই ব্যবধান ঘুচে যাবে। ছাপিয়ে যেতে পারেন মহিলারা। ২০২৯ লোকসভায় ৭৩ কোটি ভোটার ভোটদান করতে পারেন। তাঁদের মধ্যে ৩৭ কোটি মহিলা এবং ৩৬ কোটি পুরুষ ভোটার হওয়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ