Advertisement
Advertisement

Breaking News

রান্নার গ্যাস লকডাউন

লকডাউনের মধ্যে স্বস্তি রান্নার গ্যাসে, একধাক্কায় অনেকটা কমল দাম

পর পর দু'মাস দাম কমল LPG-র।

LPG cylindar price cut for the second successive month
Published by: Subhajit Mandal
  • Posted:April 1, 2020 10:34 am
  • Updated:April 1, 2020 11:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লকডাউন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল। ঊর্ধ্বমুখী দাম। এসবের মধ্যে মধ্যবিত্তকে সাময়িক স্বস্তি দিল রান্নার গ্যাস। মার্চের শেষে একধাক্কায় অনেকটা কমানো হল LPG-র মূল্য। ভরতুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু গড়ে কমল ৬৩ টাকা। ফলে কলকাতায় সিলিন্ডার পিছু গ্যাসের হল ৭৭৪ টাকা ৫০ পয়সা। দিল্লিতে সিলিন্ডার পিছু দাম হয়ছে ৭৪০ টাকা। মুম্বইয়ে রান্নার গ্যাসের নতুন দাম ৭১৪ টাকা। চেন্নাইয়ে দাম কমে হল ৭৬১ টাকা।আজ থেকেই নতুন দাম কার্যকর হল। এর আগে গত মাসেও ৫৬ টাকা দাম কমানো হয়েছিল।

lpg_web

Advertisement

উল্লেখ্য, লকডাউনের জেরে গরিব মানুষের যাতে রান্নার সমস্যা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রতিটি পরিবারকে বিনামুল্যে ৩টি করে রান্নার গ্যাস (Liquefied petroleum gas) দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই উজ্জ্বলার অধীনে থাকা পরিবারগুলি এর সুবিধা পাওয়া শুরু করেছেন। এবার সাধারণ মধ্যবিত্তও সাময়িক স্বস্তি পেল। লকডাউনের জেরে গ্যাসের ডেলিভারির সমস্যা নিয়ে এমনিতেই সমস্যায় ছিলেন শহর কলকাতার বাসিন্দারা। ডেলিভারি বয়ের অভাবে অনেক সময় সময়মতো গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই সমস্যার মধ্যে দাম কমার সিদ্ধান্ত হাসি ফোটাবে গৃহস্থের মুখে।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনের জের! কমল স্বল্প সঞ্চয় ও পিপিএফের সুদের হার]

উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই এক লাফে সাড়ে ১৯ টাকা দাম বেড়েছিল ভরতুকিহীন সিলিন্ডারের। সেই সময় ৭২৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হচ্ছিল গ্যাস। ৩১ দিনের মাথায় চলতি আবারও ২১টাকা ৫০ পয়সা বাড়ে রান্নার গ্যাসের দাম। তারপর মাসের ১২ তারিখ এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ে ভরতুকিহীন সিলিন্ডারের দাম। কলকাতায় ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম তখন দাঁড়ায় ৮৯৬ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম বাড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। কংগ্রেস-সহ বিরোধীরা কেন্দ্রের কড়া সমালোচনা করে। উত্তরপ্রদেশ বিধানসভায় তো কংগ্রেস বিধায়করা সিলিন্ডার বয়ে নিয়ে যান প্রতিবাদ দেখাতে। তারপরই লাগাতার ২ মাস কমানো হল এলপিজির দাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ