Advertisement
Advertisement
Tejaswi Yadav

‘আদবানির রথ থামিয়েছিলেন লালু, মোদিকে আটকাবেন নীতীশ’, গর্জন তেজস্বীর

'বিজেপি ক্ষমতা ফিরলে দেশটা ধ্বংস হয়ে যাবে', বলছেন লালুপুত্র।

'Mahagathbandhan' led by Nitish Kumar would stop Modi's chariot, claims Tejashwi Yadav। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 9, 2023 5:49 pm
  • Updated:June 9, 2023 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদবানির ‘রথযাত্রা’ থামিয়েছিলেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এবার নীতীশ কুমার থামাবেন নরেন্দ্র মোদির (Narendra Modi) রথ। শুক্রবার এমনই দাবি করলেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী লালুপুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)।

আগামী ২৩ জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক। সেই বৈঠকের আগে সুর চড়ালেন তরুণ আরজেডি নেতা। তাঁর অভিযোগ, বিজেপি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। অথচ তাদের দোষ ধরলেই তারা বিষয়টিকে হিন্দু-মুসলিম ইস্যুর দিকে নিয়ে যায়। এই অভিযোগ তুলে তেজস্বী বলছেন, ”লালু এল কে আদবানির রথ থামিয়ে দিয়েছিলেন। আর এবার নীতীশ কুমারের নেতৃত্বে মহাজোট নরেন্দ্র মোদির রথ থামাবে।” সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা, ”যদি ওরা ক্ষমতায় ফেরে এই দেশটা ধ্বংস হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: এই তো প্রেম! ‘সেনোরিটা’ রোম্যান্টিক ডান্স প্রবীণ দম্পতির, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এখনও বছরখানেক দূরত্বে রয়েছে। তবুও এখনই যেন বেজে গিয়েছে ভোটের দামামা। আগামী ২৩ জুন পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। সেখানে একসঙ্গে উপস্থিত থাকবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো তাবড় নেতারা। সেই বৈঠকের আগে কার্যতই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল লালুপুত্রকে।

[আরও পড়ুন: এবার হরিয়ানায় বিজেপির গৃহদাহ! জোট ভাঙার আশঙ্কার মধ্যেই শীর্ষ নেতৃত্বের দ্বারস্থ বিধায়করা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement