Advertisement
Advertisement
Mamata Banerjee

‘পরিস্থিতি ঠিক করে দেবে কে প্রধানমন্ত্রী হবেন’, মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বার্তা মমতার

'আমরা বিজেপিকে বোল্ড আউট করতে পারি', আত্মবিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee meets intellectuals in Mumbai | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 1, 2021 2:44 pm
  • Updated:December 1, 2021 3:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই সফরের দ্বিতীয় দিনে বিশিষ্টজনেদের সঙ্গে সাক্ষাৎ সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। তাঁদের সঙ্গে আলাপচারিতা চলল ঘণ্টা খানেক। আর সেই আলাপচারিতা থেকেই উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও। সেখান থেকেও তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, বিজেপির (BJP) বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে। প্রধানমন্ত্রী কে হবেন, তা পরিস্থিতি ঠিক করবে। আপাতত বিজেপিকে হঠাতে হবে।

এদিনের আলাপচারিতায় হাজির ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর, শোভা দে, জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, মুনওয়ার ফারুকি-সহ বহু খ্যাতনামা শিল্পী। সেই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, ”আমরা বিজেপিকে বোল্ড আউট করতে পারি। বিরোধীদের একজোট হতে হবে। আগামী দিনে রাজনীতি কোন খাতে বইবে, তা নাগরিক সমাজকে ঠিক করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: নোদাখালিতে বাজি কারখানায় বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত অন্তত ৩]

এর পরই বিশিষ্ট লেখিকা শোভা দে প্রশ্ন করেন, কার প্রধানমন্ত্রী হওয়া উচিৎ? জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, “প্রধানমন্ত্রী কে হবেন সেটা বড় বিষয় নয়, গণতন্ত্র রক্ষাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি ঠিক করে দেবে কে প্রধানমন্ত্রী হবেন।”

Advertisement

এ প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। তৃণমূলনেত্রীর কথায়, “বিজেপির বিরুদ্ধে কংগ্রেস কড়া টক্কর দিতে পারছে না। রাস্তায় নেমে লড়াই করতে হবে। বেশিরভাগ সময় বিদেশে ঘুরে বেড়ালে রাজনীতি কখন করবেন? আঞ্চলিক দলগুলি এগিয়ে এসে জোট বাঁধলে বিজেপিকে হারানো সহজ হয়ে যাবে।”

 

এদিনের আলোচনাসভায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচার সারেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রাজনীতিবিদরা কথা বলেন। আমি কথা কম বলে কাজ করতে ভালবাসি।”

[আরও পড়ুন: Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, চলতি সপ্তাহেই বাংলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ