BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অধীরের পর মনমোহন, ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজ বয়কট প্রাক্তন প্রধানমন্ত্রীর

Published by: Subhajit Mandal |    Posted: February 24, 2020 9:04 pm|    Updated: February 24, 2020 9:05 pm

Manmohan Singh has turned down an invite to the state banquet

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সম্মানে আয়োজিত নৈশভোজ বয়কট করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে আমন্ত্রণ গ্রহণ করলেও, পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওই নৈশভোজ বয়কট করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি (Adhir Ranjan Chowdhury) এই নৈশভোজ বয়কট করেছেন। তাঁর অভিযোগ, “দেশের বৃহত্তম বিরোধী দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাষ্ট্রপতি আয়োজিত ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। যা অপমানজনক।”

Melania-Trump-1
নিয়মমাফিক, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতাদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। অধীর চৌধুরি খাতায়-কলমে লোকসভার বিরোধী দলনেতা না হলেও, কংগ্রেসের দলনেতা হওয়ার দরুন আমন্ত্রণ পান। রাজ্যসভার বিরোধী নেতা হিসেবে আমন্ত্রণ পান গুলাম নবি আজাদ। আমন্ত্রণ পান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও(Manmohan Singh)। কিন্তু, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারের অন্য কোনও সদস্যকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু তাই নয়, এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের সফরে তাঁর সঙ্গে বিরোধী দলের প্রতিনিধিদের কোনও বৈঠকের আয়োজন করা হয়নি। যা রীতিমতো অসম্মানজনক বলে মনে করছে কংগ্রেস। সেকারণেই, কংগ্রেস নেতা অধীর চৌধুরি এই নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নেন। একই পথে হাঁটলেন মনমোহনও।

Adhir Chowdhury

[আরও পড়ুন: পড়ন্ত বিকেলে হাতে হাত রেখে তাজদর্শন ট্রাম্প দম্পতির, স্বামীর সঙ্গে ফটোশুট ইভাঙ্কারও]

মনমোহন সিং ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজ বয়কট করলেও, তাঁর সফর নিয়ে আলাদা করে কিছু বলেননি। আশ্চর্যজনকভাবে অধিকাংশ কংগ্রেস শীর্ষ স্থানীয় নেতাই ট্রাম্পের সফর নিয়ে একপ্রকার নীরব। রাহুল গান্ধী এদিন টুইট করে দিল্লিতে ঘটা হিংসা দমন করার আবেদন জানিয়েছেন। দিল্লিবাসীর কাছে তাঁর অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ট্রাম্পের সফর নিয়ে নীরব তিনিও। কংগ্রেস নেতাদের মধ্যে একমাত্র গৌরব বল্লভই মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে একপ্রকার কটাক্ষ করেন। তিনি বলেন, “আগে আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত চুক্তি হত। আর এখন মার্কিন প্রেসিডেন্ট এলে আমাদের গরিবি লুকিয়ে রাখতে হয়।” ট্রাম্পের সফরকে কটাক্ষ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে। মেহেবুবার সরকারি টুইটার হ্যান্ডেল থেকে তিনি বলেন, “যখন দিল্লি জ্বলছে, আর ৮০ লক্ষ কাশ্মীরি নিজেদের মৌলিক অধিকার পাচ্ছে না, তখন ট্রাম্পকে ভারতে স্বাগত। গান্ধীজির ঐতিহ্যকে আমরা শুধু তখনই মনে করি, যখন বিদেশী কোনও রাষ্ট্রনায়ক সবরমতী আশ্রমে যান। ওঁর নীতি আদর্শের কথা অনেকদিন আগেই ভুলে গিয়েছি।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে