Advertisement
Advertisement
Maan Ki Baat

মন কি বাত: উৎসবে স্বদেশী পণ্য কেনার ডাক, ‘ভোকাল ফর লোকাল’ মোদি

স্থানীয় পণ্য কেনার সময় ইউপিআই ব্যবহারেও জোর প্রধানমন্ত্রীর।

Mann Ki Baat: ‘our priority should be Vocal for Local during festivals', says PM Modi। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2023 12:29 pm
  • Updated:October 29, 2023 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আত্মনির্ভর ভারত’ গড়তে উৎসবের মরশুমে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার ১০৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে (Mann Ki Baat) তিনি জানালেন এবারের গান্ধী জয়ন্তীতে খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামিদিনেও দেশের মানুষকে দেশীয় উৎপাদনকে এভাবেই উৎসাহিত করে চলার ডাক দিয়েছেন মোদি। আহ্বান জানিয়েছেন, সবাই যেন স্থানীয় পণ্য কেনায় নজর দেন।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”প্রতিবারের মতো, এবারও আমাদের উৎসবে ‘ভোকাল ফর লোকাল’ই হোক অগ্রাধিকার। আসুন আমরা একসঙ্গে আমাদের স্বপ্নকে পূরণ করি। আমাদের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্ন। ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদন হাব হয়ে উঠছে।” সবাইকে স্থানীয় পণ্য কেনার সময় ইউপিআই ব্যবহার করারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: নিখোঁজ ছেলেকে উদ্ধারে সাহায্য BJP বিধায়কের, ‘কৃতজ্ঞতা’য় দলবদল TMC পঞ্চায়েত সদস্যের]

এরই পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসের উল্লেখ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি। জোর দিয়েছেন ওই দিনই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালনের উপরও। আর ওইদিনই ‘মাই ইয়ং ইন্ডিয়া’ বা ‘মেরা যুব ভারত’ নামের এক সংগঠন তৈরির আশাও প্রকাশ করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ