Advertisement
Advertisement
আগুন

ভয়াবহ আগুন দিল্লির এইমসে, আতঙ্ক ছড়াল রোগী ও পরিজনদের মধ্যে

আগুন নিয়ন্ত্রণে হিমশিম দশা দমকলের ২২টি ইঞ্জিনের।

Massive fire beaks out at Delhi AIIMS, 22 engines on spot
Published by: Sucheta Sengupta
  • Posted:August 17, 2019 5:53 pm
  • Updated:August 17, 2019 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এইমসে৷ শনিবার বিকেল নাগাদ ভবনের দোতলা এবং তিনতলায় এমার্জেন্সি বিল্ডিংয়ে আচমকাই আগুন লেগে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে৷ আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা৷ পরে ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়ায় চৌত্রিশে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে৷

[আরও পড়ুন: কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের গুলি পাকিস্তানের, শহিদ জওয়ান]

শনিবার বিকেলে এইমসের দোতলা এবং তিনতলা থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়৷ সেটি আবার হাসপাতালের এমারজেন্সি বিভাগের ল্যাবরেটরি৷ রয়েছে অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারও৷ আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা৷ হাসপাতালে চিৎকার, চেঁচামেচি শুরু হয়ে যায়৷ চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরাও৷ তড়িঘড়ি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ ঘটনার খবর পেয়ে এইমসে প্রথমে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়৷ কিন্তু পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে, বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা৷ আধঘণ্টার মধ্যে ২২টি ইঞ্জিন গিয়ে কাজে নামে৷ কালো ধোঁয়ায় ঢাকা এইমস ভবন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যেও৷

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণকাণ্ডে বহিষ্কৃত সন্ন্যাসিনী, ভ্যাটিকানের কাছে বিচারের আরজি প্রতিবাদীর]

গত ৯ আগস্ট থেকে এখানেই ভরতি রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এইমসে অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই উদ্বিগ্ন হয়ে ওঠে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ জেটলি কেমন আছেন, তার খোঁজখবর নিতে শুরু করেন নেতারা৷ এই পরিস্থিতিতে জেটলির মতো হাইপ্রোফাইল রোগীর ঝুঁকি নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষও৷ তাই তাঁকে সুরক্ষিত রাখার সমস্ত ব্যবস্থা করা হয় তড়িঘড়ি৷ তবে জেটলি অন্য বিভাগে রয়েছেন বলে এইমস সূত্রে খবর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ