হেমন্ত মৈথিল: মহাকুম্ভ মেলাই বিশ্বের সবচেয়ে বড় জনসমাগমের আসর। অতীতের সব বড় ধর্মীয় সমাবেশের থেকে অনেক বেশি মানুষের জমায়েত হতে চলেছে প্রয়াগরাজে। বিদেশি সংবাদমাধ্যমে তথ্য তুলে ধরল যোগী সরকার।
বিদেশ মন্ত্রক ও উত্তরপ্রদেশ সরকার যৌথভাবে বিদেশি সংবাদমাধ্যমে প্রচারের জন্য সোমবার দিল্লির জওহরলাল নেহেরু ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। সেখানেই মহাকুম্ভের বিশালতা এবং বৈশিষ্ট তুলে ধরা হয়। ওই অনুষ্ঠানে উত্তরপ্রদেশ সরকারের তরফে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওএসডি সঞ্জীব সিং, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অশ্বিনী কুমার অবস্তি, মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার এবং যুগ্ম বিদেশ সচিব রণধীর জয়সওয়াল।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ১৩ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলবে তাতে প্রায় ৪৫ কোটি পুণ্যার্থী অংশ নেবেন। এর মধ্যে বিদেশি পর্যটক প্রায় ১৫ লক্ষ। এই কুম্ভকে ধর্ম, সংস্কৃতি এবং আত্মোপলব্ধির মহোৎসব হিসাবে বর্ণনা করেছেন উত্তরপ্রদেশ সরকারের শীর্ষ আধিকারিকরা। যোগী সরকারের দাবি, এটিই পৃথিবীর বৃহত্তম ধর্মীয় উৎসব।
সরকারি হিসাবে এবারের মহাকুম্ভে মোট ৪৫ কোটি মানুষ অংশ নেবেন। ২০১৯ সালের কুম্ভে অংশ নেন ১৯ কোটি মানুষ। রিও কার্নিভালে অংশ নেন ৭০ লক্ষ মানুষ। হজে যান প্রতিবছর ২৫ লক্ষ মানুষ। অক্টবরফেস্টে অংশ নেন ৭২ লক্ষ মানুষ। সেখানে মহাকুম্ভে অংশ নেওয়া পুণ্যার্থী হতে পারে ৪৫ কোটি। এখানেই শেষ নয় মহাকুম্ভের দৌলতে ভারতের অর্থনীতিরও ব্যাপক হারে উন্নয়ন হবে। সব মিলিয়ে মহাকুম্ভের প্রভাবে ভারতের অর্থনীতিতে ২ লক্ষ কোটি টাকার ব্যবসা আসতে পারে। জিডিপি বাড়তে পারে এক শতাংশ। শুধু নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেই ব্যবসা হতে পারে ১৭ হাজার ৩১০ কোটি টাকার। হোটেল ব্যবসা হতে পারে ২ হাজার ৮০০ কোটি টাকার। ফুল এবং অন্যান্য ধর্মীয় উপকরণ বিক্রি হতে পারে ২ হাজার কোটি এবং ৮০০ কোটি টাকায়।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, নিরাপদে কুম্ভ মেলা সম্পন্ন করতে সবরকম বন্দোবস্ত করা হয়েছে। মহাকুম্ভের জন্য ১৪টি নতুন ফ্লাইওভার, ৯টি স্থায়ী ঘাট, ৭টি বাস স্ট্যান্ড এবং ১২ কিলোমিটার অস্থায়ী ঘাট তৈরি হয়েছে। সব মিলিয়ে মেলা চত্বরে মোতায়েন ৩৭ হাজার পুলিশ কর্মী, ১৪ হাজার হোমগার্ড। ২ হাজার ৭৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সিসি ক্যামেরাও বসানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.