Advertisement
Advertisement
Meghalay Honeymoon Murder Case

যেন সিনেমার চিত্রনাট্য, সোনমকে বাঁচাতে অন্য মহিলাকে খুনের ছক করে রাজ! স্তম্ভিত পুলিশও

নিখুঁত পরিকল্পনা।

Meghalay Honeymoon Murder Case: Raja's Killers Planned To Kill Someone Else, Pass Off Body As Sonam's
Published by: Subhodeep Mullick
  • Posted:June 13, 2025 1:46 pm
  • Updated:June 13, 2025 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখুঁত পরিকল্পনা। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। সোনম রঘুবংশীকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার। যাতে মনে হয়, মৃত মহিলাই আসলে সোনম। মেঘালয় কাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়ে স্তম্ভিত পুলিশও।

Advertisement

যত সময় যাচ্ছে, ততই নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, রাজা রঘুবংশীকে খুনের পর সোনম এবং তাঁর প্রেমিক রাজ দু’জনেই বুঝতে পেরেছিলেন খুব বেশিদিন পালিয়ে বেড়ানো সম্ভব নয়। তাই পুলিশের চোখে ধুলো দিতে এবং সোনমকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার ছক করে রাজ। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে দুই যুগল। 

উল্লেখ্য, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা ও সোনম। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে সোমবার গাজিপুর থেকে নিজের বাড়িতে ফোন করেন সোনম। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোনমের প্রেমিক রাজ-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তারের পর জেরার মুখে তদন্তকারীদের বিভ্রান্ত করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত। দফায় দফায় বয়ান বদল করছেন সোনমও। পুলিশ সূত্রে খবর, নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলেও প্রমাণের চেষ্টা করছেন তিনি। এসবের মাঝেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement