Advertisement
Advertisement

Breaking News

Manipur

মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা

দুষ্কৃতীদের রুখতে গুলি চালাল পুলিশ।

Miscreants storm police station near Manipur Chief Minister's bungalow | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 2, 2023 9:01 am
  • Updated:November 2, 2023 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে অশান্তি অব্যাহত। দুদিন আগে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক পুলিশকর্মী। এবার ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাংলোর কাছেই অরাজকতা। থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অস্ত্র লুটের চেষ্টায় দুষ্কৃতীরা রাজভবনের কাছে ১ নং মণিপুর রাইফেল কমপ্লেক্সে হামলা চালায়। অস্ত্র লুটের চেষ্টাতেই ওই হামলা হয়। দুষ্কৃতীদের রুখতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। উল্লেখ্য, পুলিশকর্মীর হত্যার ঘটনার পর ইম্ফলে কারফিউ লাগু করেছিল প্রশাসন। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে এই হামলায় মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Advertisement

[আরও পড়ুন: ফের খাস কলকাতায় শিক্ষাঙ্গনে র‍্যাগিং, এবার পড়ুয়াকে শারীরিক নিগ্রহ, কুইঙ্গিত সিনিয়রদের!]

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মণিপুরের সীমান্তবর্তী মোরেহ শহরে আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মী। মৃত চিংথাম আনন্দ মোরেহর সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন। এদিন চিংথাম শহরের উত্তরাঞ্চলে নির্মীয়মাণ হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর হামলা করে আততায়ীরা। গুলি করে করা হয় তাঁকে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: বেঁচে থাকলে ছেলের বয়স হত ১৮, সন্তানহারাদের হাহাকারে কি ‘সাবালক’ হল যাদবপুর? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ