Advertisement
Advertisement
গণপিটুনি

এবার গোধরা, ‘জয় শ্রীরাম’ না বলায় আক্রান্ত ৩ মুসলিম কিশোর

এই ঘটনায় কোনও সাম্প্রদায়িক যোগ নেই, দাবি পুলিশের।

Muslim youths thrashed in Gujarat’s communally sensitive Godhra

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:August 3, 2019 5:36 pm
  • Updated:August 3, 2019 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয় শ্রীরাম’ এবং গণপিটুনি। এই দুই ইস্যু নিয়ে এখনও উত্তাল জাতীয় রাজনীতি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন। মোদি জানিয়েছেন, দেশে ক্রমবর্ধমান গণপিটুনি তাঁকে ব্যাথিত করেছে। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না, একথা বলেছেন সরকারের একাধিক মন্ত্রী থেকে শুরু করে আমলারা। কিন্তু, তাতেও পরিস্থিতি বদলায়নি একচুলও। এবার খোদ প্রধানমন্ত্রীর নিজের রাজ্য থেকেই আসছে হিন্দুত্ববাদীদের দাপাদাপির খবর। সাম্প্রদায়িকভাবে অত্যন্ত স্পর্শকাতর গোধরায় ‘জয় শ্রীরাম’ না বলায় তিন মুসলিম কিশোরকে বেধড়ক মারধর করা হল।

[আরও পড়ুন: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ, হরিয়ানা থেকে ধৃত ৩ যুবক]

মূল ঘটনা গত বৃহস্পতিবার রাতের। অভিযোগ, বাইকে করে জনা ছয়েক দুষ্কৃতী এসে এলাকার তিন মুসলিম কিশোরকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দিতে থাকে। তাঁরা ধর্মীয় স্লোগান না দিতে চাওয়ায়, ওই দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়। জানা গিয়েছে, আক্রান্ত তিন কিশোর সমীর সিদ্দিকি, সলমন ঘিটেলি এবং সোহেল ভগতও বাইকে ছিল। মাঝপথে হঠাৎই তাদের থামিয়ে এই কাণ্ড ঘটনা ঘটায় দুষ্কৃতীর দল। এলাকায় ফের দেখা গেলে আক্রান্ত কিশোরদের প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা। পরে অবশ্য পালিয়ে যায়। আক্রান্তদের শনাক্ত করা গেলেও দুষ্কৃতীদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে, অজ্ঞাতপরিচয় ওই ছয় দুষ্কৃতীর বিরুদ্ধেই মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম দুই সন্ত্রাসবাদী]

তিন কিশোরকেই বেধড়ক মারধর করা হয়। তাদের মধ্যে একজনের কপালে চেন দিয়ে আঘাত করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই এখন হাসপাতালে ভরতি। জখম তিন কিশোরকে স্থানীয়রাই শহরের সিভিল হাসপাতালে ভর্তি করেছে। তদন্তে নেমে পুলিশ ইন্সপেক্টর এইচসি রথভা জানিয়েছেন, ‘‌আক্রান্তরা কেউই এখন কথা বলার মতো অবস্থায় নেই। ফলে পুরো বিষয়টি তাদের মুখ থেকে জানা যায়নি। ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’‌ যদিও পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক সংঘর্ষের কোনও যোগ নেই। আক্রান্তদের ‘জয় শ্রীরাম’ বলতে চাপও দেওয়া হয়নি বলে দাবি পুলিশের।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ