BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

এক দেশ এক উর্দি! সব রাজ্যের পুলিশকর্মীদের পোশাক হোক একইরকম, প্রস্তাব মোদির

Published by: Anwesha Adhikary |    Posted: October 28, 2022 4:09 pm|    Updated: October 28, 2022 4:09 pm

Narendra Modi suugest same uniform for all police in India | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশের পুলিশ একই উর্দি পরবে! এমনই প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক দেশ এক রেশনের পরে এবার এক উর্দির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে বক্তৃতা দিতে গিয়েই এই কথা বলেছেন মোদি। তাঁর মতে, রাজ্যগুলির উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং দেশের মধ্যে একতা বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া যেতে পারে।

চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে নানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেছেন, “এক দেশ এক রেশন কার্ডের মতোই সারা দেশের পুলিশের জন্য একই উর্দিও (Police Uniform) চালু করতে পারি। আমি মানছি প্রতিটি রাজ্যের আলাদা চিহ্ন রয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে রাজ্যগুলি চিন্তাভাবনা করতেই পারে। ভবিষ্যতে এই ভাবনা বাস্তবায়িত হতেই পারে।” প্রসঙ্গত, সারা ভারতের পুলিশ খাকি উর্দি পরলেও নানা রাজ্যে তার রঙ পালটে যায়। তার ফলেই প্রতিটি রাজ্যের পুলিশকে আলাদা করে চেনা যায়।

[আরও পড়ুন: এবার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় তোলা যাবে নাম, সিদ্ধান্ত কেন্দ্রের]

চিন্তন শিবিরের প্রথম দিনেও একই ধরনের কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। তিনি বলেছিলেন, গোটা দেশে একই রকমের আইন তৈরি করা উচিত। একমাত্র এইভাবেই রাজ্যের সীমান্তগুলিতে অপরাধের প্রবণতা কমানো যাবে। ২০২৪ সালের মধ্যে প্রতিটি রাজ্যে এনআইএর অফিস খোলারও পরামর্শ দিয়েছেন তিনি। গোটা দেশের সকল অপরাধীর তথ্যও একই জায়গায় নথিভুক্ত করার কথা বলেছেন অমিত শাহ।

পরপর দু’দিন বিজেপি নেতৃত্বের মুখে এহেন কথা শুনে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “মোদি যা বলেছেন, সেই বিষয়টি দেখছেন শীর্ষ নেতৃত্ব। ঠিক সময় মতো এই বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হবে। তবে সাংবিধানিক ভাবনাকে ধ্বংস করতে চাইছে বিজেপি। একজন নির্দিষ্ট ব্যক্তির ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।” তবে শুক্রবার মোদি বলেছেন, দেশের অখণ্ডতা বজায় রাখতে এহেন পদক্ষেপ করা যেতেই পারে। কিন্তু কারোওর উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে না।

[আরও পড়ুন: এবার ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে আরও দু’টি পরিষেবা, কী জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে