Advertisement
Advertisement

Breaking News

সুইস ব্যাংক

কালো টাকার বিরুদ্ধে বড় সাফল্য মোদির, গোপনীয়তা ভেঙে ভারতকে তথ্য দেবে সুইস ব্যাংক

সেপ্টেম্বর থেকেই ভারত সরকারের হাতে সমস্ত তথ্য তুলে দেবে সুইস ব্যাংক কর্তৃপক্ষ৷

ndia to get details of bank account holders of Swiss bank
Published by: Tanujit Das
  • Posted:September 1, 2019 10:31 am
  • Updated:September 1, 2019 10:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা উদ্ধারের লক্ষ্যে প্রথমবার ক্ষমতায় এসেই আর্থিক সংস্কারের পথে হেঁটেছে মোদি সরকার৷ দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে৷ প্রথমে নোট বাতিল করা হয়েছে৷ তারপর জিএসটি লাঘু করে গোটা দেশে চালু হয়েছে এক কর ব্যবস্থা৷ তবে মুখে কালো টাকা উদ্ধারের কথা বললেও, এখনও ঠিক কত পরিমাণ ব্ল্যাক মানি উদ্ধার হয়েছে তার কোনও সঠিক হিসাব দিতে পারেনি কেন্দ্র৷ যা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তবে এবার সেই লক্ষ্যে বড়সড় সাফল্য পেল মোদি সরকার ২.০৷ জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে তাঁদের সংস্থায় বিপুল পরিমাণ অর্থ মজুত রাখা ভারতীয়দের তথ্য নয়াদিল্লির হাতে তুলে দিতে শুরু করবে সুইস ব্যাংক কর্তৃপক্ষ৷

[ আরও পড়ুন: ঝাড়খণ্ডে উদ্বোধনের একদিনের মধ্যে ভেঙে পড়ল ৪২ বছর ধরে তৈরি হওয়া বাঁধ ]

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সুইস ব্যাংকের ট্যাক্স ডিভিশনের ডেপুটি হেড নিকোলাস মারিও লুসচেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল৷ রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে, আয়কর দপ্তরের শীর্ষ কর্তা ও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷ সূত্রের খবর, সেই বৈঠকেই সুইস কর্তাদের কাছে প্রস্তাব দেন ভারতীয় প্রতিনিধিরা৷ জানান, তাঁদের সংস্থায় অ্যাকাউন্ট রয়েছে এমন ভারতীয় গ্রাহকদের তথ্য চান তাঁরা৷ এবং দীর্ঘদিনের গোনীয়তার নীতি ভেঙে সেই তথ্য ভারতের হাতে তুলে দিতে রাজি হন সুইস কর্তৃপক্ষ৷ এরপরই সেই খবর টুইটের মাধ্যমে জানায় আয়কর দপ্তর৷

Advertisement

[ আরও পড়ুন: খুব সাফল্য নেই, তবু বাংলায় এনআরসি’র দাবিতে জোর সওয়াল অসম বিজেপির ]

সুইস কর্তাদের সঙ্গে হওয়া বৈঠক থেকে যে আশ্বাস পেয়েছে ভারত, তাকে মোদি সরকারের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ কারণ, ২০১৪-তে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই কালো টাকা উদ্ধারের উপর জোর দেওয়ার কথা বলে আসছে মোদি সরকার৷ সে লক্ষ্যে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপও নিয়েছে কেন্দ্র৷ কিন্তু কত পরিমাণ কালো টাকা এখনও উদ্ধার হয়েছে, সেই হিসাব আজও জনগণের সামনে আনকে পারেনি নয়াদিল্লি৷ এমনকী তাঁদের নীতি মতোই ভারতকে
কোনও তথ্য দেয়নি সুইস ব্যাংকও৷ তবে এবার সেই নীতি থেকে সরে এল সুইজারল্যান্ডের ব্যাংটি৷ কালো টাকা উদ্ধারে ভারতকে সর্বত ভাবে সাহায্যের আশ্বাস দিল সংস্থাটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ