Advertisement
Advertisement
ISIS

গভীরে ইসলামিক স্টেটের শিকড়! মুম্বইয়ে লাগাতার অভিযান NIA-র

ভারতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক!

NIA raids five places in Maharashtra | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:July 3, 2023 6:50 pm
  • Updated:July 3, 2023 6:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে শিকড় গেড়েছে আন্তর্জাতিক জেহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)! সোমবার মহারাষ্ট্রের অন্তত পাঁচটি জায়গায় হানা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাণিজ্য নগরী মুম্বইয়ের চারটি জায়গায় অভিযান চালিয়েছে এনআইএ (NIA)। পুণের একটি জায়গাতেও তল্লাশি চালান গোয়েন্দারা। মূলত, ইসলামিক স্টেট সমর্থকদের ডেরাতেই এই তল্লাশি অভিযান হয়েছে বলে খবর। সূত্রের খবর, ভারতে হামলা চালানোর ছক কষছে ইসলামিক স্টেট। মুম্বইয়ের মতো একাধিক শহরে সক্রিয় হয়েছে জেহাদিদের স্লিপার সেলগুলি। চলতি বছরের শুরুতে এনিয়ে একটি মামলাও করে এনআইএ।

Advertisement

[আরও পড়ুন: ‘মহারাষ্ট্র নতুন মুখ্যমন্ত্রী পাবে’, অজিত পাওয়ার-একনাথ শিণ্ডেকে বিঁধে দাবি সঞ্জয় রাউতের]

তাৎপর্যপূর্ণ ভাবে, দিনদুয়েক আগেই কর্ণাটকের শিবামোগা জেলায় আইএসের গতিবিধি নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করে এনআইএ। আদালতে ন’জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থাটি। তাদের নাম–মহম্মদ শারিক (২৫), মাজ মুনির আহমেদ (২৩), সইদ ইয়াসিন (২২), রিশান তাজুদ্দিন শেখ (২২), হুজেইর ফারহান বেগ (২২), মাজিন আবদুল রহমান (২২), নাদিম আহমেদ (২২), জাবিউল্লা (৩২) ও নাদিম ফইজল (২৭)। অভিযোগ, ভারতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক ছিল ধৃতদের। ইতিমধ্যে ট্রায়াল রান হিসেবে শিবামোগাায় একটি বিস্ফোরণও ঘটায় তারা। রিপোর্টে এনআইএ আরও বলে, বিদেশ থেকে অভিযুক্তদের নির্দেশ দিত তাদের হ্যান্ডলার বা কমান্ডার।

Advertisement

উল্লেখ্য, ভারতে দ্রুত শিকড় ছড়াচ্ছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গ জেহাদি দলটির ‘ট্রানজিট রুট’ হিসেবে পরিচিতি লাভ করেছে গোয়েন্দা মহলে। সূত্রের খবর, কাশ্মীরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলির জায়গা নিতে চাইছে আইএস। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে জামাত-উল-মুজাহিদিনের হাত ধরে ঢুকে পড়েছে সংগঠনটি। বিশ্লেষকদের সাফ কথা, ইসলামিক স্টেট শুধুমাত্র একটি দল নয়। এটি একটি মতাদর্শ হয়ে দাঁড়িয়েছে। যার উদ্দেশ্য গোটা বিশ্বে শরীয়ত আইন লাগু করে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করা। আর এর জন্য ভারতীয় মহাদেশে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ভারতের লক্ষ্মীলাভ! ‘দেশই আগে’, সাফ কথা জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ