BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘পাপ্পু’ বলা বারণ, জানেন এখন রাহুলকে বিজেপি নেতারা কী বলে ডাকছেন?

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 16, 2017 6:44 am|    Updated: September 24, 2019 12:05 pm

No more ‘Pappu’, now Rahul Gandhi is ‘Yuvraj’ for BJP

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করতেন বিজেপি নেতা-কর্মীরা। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে তা আপাতত বন্ধ। কিন্তু তা বলে রাহুল গান্ধীকে ছেড়ে দিতে রাজি নন রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা এখন রাহুল গান্ধীকে অন্য এক নামে ডাকতে শুরু করেছেন। জানেন কী সেই নাম?

গুজরাট বিজেপি নেতারা এখন রাহুলকে ‘যুবরাজ’ বলে ডাকতে শুরু করেছেন। বিজেপির এক নয়া ভিডিওতে রাহুল গান্ধীকে কটাক্ষ করে ‘যুবরাজ’ বলা হয়েছে। নির্বাচন কমিশন এই শব্দটি ব্যবহারে বিশেষ আপত্তি জানায়নি। বলতে গেলে, কমিশনের ইঙ্গিত পেয়েই বিজেপি গুজরাট শাখার ফেসবুক পেজে রাহুলকে নিশানা করে ‘যুবরাজ’ শব্দটি ব্যবহার করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

[এখনও জনপ্রিয়তার শীর্ষে মোদি, জানাল মার্কিন সংস্থার সমীক্ষা]

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে ‘পাপ্পু’ বলার রীতি বেশ পুরনো। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কংগ্রেস সহ-সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করে ‘পাপ্পু’ বলা যাবে না। এদিকে বিজেপির বিজ্ঞাপনী ভিডিওতে অধিকাংশ জায়গাতেই রাহুলকে পাপ্পু বলে খোঁচা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত পালটে ফেলতে হল সেই সব পুরনো ভিডিও-র স্ক্রিপ্ট। রাতারাতি নতুন খসড়া লেখা হল। কারণ, নির্বাচনী কোনও ভিডিও প্রকাশের আগে তার মূল খসড়া দেখাতে হয় কমিশনের কাছে। কমিশন সবুজ সঙ্কেত দিলে তবেই মেলে সম্প্রচারের অনুমতি।

কিন্তু এই সব কটাক্ষে খুব একটা বিচলিত নন রাহুল নিজে। তিনি নিজে এখন গুজরাট চষে বেড়াচ্ছেন। একের পর এক পথসভা, মিটিং-মিছিল করছেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভাবমূর্তি বেশ খানিকটা পালটে গিয়েছে। এ কথা বিজেপি নেতারা স্বীকার করতে না চাইলেও মানতে হবে, দ্রুতই কংগ্রেস সভাপতি পদে বসার জন্য নিজের ভোলবদল করে ফেলেছেন সোনিয়া-পুত্র।

[বাবরি-রাম মন্দির বিতর্কে মধ্যস্থতা করতে অযোধ্যায় রবিশঙ্কর]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে