Advertisement
Advertisement
এবিভিপি

বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ধরাশায়ী ABVP, বড় জয় পেল কংগ্রেসের ছাত্র সংগঠন

ব্রাহ্মণ ভোটব্যাংকে ধস নামায় গড় হারাতে হল সংঘের ছাত্র সংগঠনকে।

NSUI clean sweeps Sanskrit University of Varanasi defeating ABVP
Published by: Subhajit Mandal
  • Posted:January 9, 2020 3:42 pm
  • Updated:January 9, 2020 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। জেএনইউ কাণ্ডে এখনও রীতিমতো অস্বস্তিতে সংঘের ছাত্র সংগঠন। ওয়াকিবহালের অনেকেই তাঁদের দিকে তুলছেন অভিযোগের আঙুল। এর মধ্যে আবার শক্ত গড়ে পরাস্ত হতে হল এবিভিপিকে (Akhil Bharatiya Vidyarthi Parishad)। বেনারসের সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধরাশায়ী হল এবিভিপি। অপ্রত্যাশিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের চারটি গুরুত্বপূর্ণ পদেই নির্বাচিত হলেন কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর প্রার্থীরা (NSUI)।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে এনএসইউআইয়ের (National Students’ Union of India) শিবম শুক্লা বিপুল ব্যাবধানে জিতেছেন। শিবম যেখানে ৭০৯টি ভোট পেয়েছেন, সেখানে এবিভিপি পেয়েছে মাত্র ২২৪টি ভোট। সহ-সভাপতি পদেও কংগ্রেসের ছাত্র সংগঠন বড় ব্যবধানে জিতেছে। এনএসইউআই-এর চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩টি ভোট। এখানেও অনেক পিছিয়ে বিজেপি। সাধারণ সম্পাদক পদে অবশ্য জোর লড়াই হয়েছে এনসুই-এবিভিপির। এখানে এনএসইউআই প্রার্থী অবিনাশ পাণ্ডে পেয়েছেন ৪৮৭টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী গৌরব দুবে পেয়েছেন ৪২৪ ভোট। লাইব্রেরিয়ান পদে জিতেছেন এনএসইউ-এর অজয় কুমার মিশ্র।

Advertisement

[আরও পড়ুন: RSS-এর গড়ে ধরাশায়ী বিজেপি, নাগপুর জেলা পরিষদে জয়জয়কার কংগ্রেস-এনসিপির]

বারাণসীর এই বিশ্ববিদ্যালয়টি ২২৫ বছরের পুরনো। গোটা দেশের অন্তত ১০০টি কলেজ বেনারস সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়টির অধীন কলেজগুলিতে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে পড়াশোনা করেন ১৯৫০ জন ছাত্র। এর মধ্যে ভোট দিয়েছিলেন ৯৯১ জন। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে ভাল ফল করে আসছে এবিভিপি। গতবছরের নির্বাচনেও এবিভিপি চারটি গুরুত্বপূর্ণ আসনেই জয় পেয়েছিল তাঁরা। কিন্তু, এবছর একেবারে ধরাশায়ী হতে হল সংঘের ছাত্র সংগঠনকে।

BSU

[আরও পড়ুন: ৪২ বছরে ভারতের অর্থনীতি সবচেয়ে বেহাল, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’]

এনএসইউআই নেতাদের দাবি, এবিভিপি ধরেই নিয়েছিল ওরা গুন্ডাগিরি-দুর্নীতি করেও ব্রাহ্মণদের ভোট পাবে। কিন্তু, পড়ুয়ারা তাঁদের যোগ্য জবাব দিয়েছে। এনএসইউআই-এর এক শীর্ষ নেতা বলছেন, বেকারত্বের পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে যুব সমাজ ক্ষুব্ধ। পড়ুয়ারা অসন্তুষ্ট।বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের সঙ্গে এবিভিবি দুর্ব্যবহার করছে।ছাত্রছাত্রীরাই তাই ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement