Advertisement
Advertisement

নিখোঁজ পাইলটকে ফিরিয়ে আনা হোক, বৈঠকে জোরাল দাবি ২১টি বিরোধী দলের

সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছে সরকার, অভিযোগ বিরোধীদের।

opposition leaders condemned Pakistani misadventure
Published by: Subhajit Mandal
  • Posted:February 27, 2019 7:51 pm
  • Updated:February 27, 2019 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বায়ুসনেরা হামলা রুখতে গিয়ে নিখোঁজ হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাল বিরোধীরা। ২১টি বিরোধী দলের বৈঠক শেষে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়ে দিলেন, সম্মিলিতভাবে বিরোধীরা পুলওয়ামা হামলার নিন্দা করেছে। পাকিস্তানের ভারতীয় বায়ুসীমা অতিক্রম করার অপচেষ্টারও নিন্দা করেছে বিরোধীরা। তবে, সেই সঙ্গে সেনার সাফল্য নিয়ে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে বলেও অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।

[লাদেন নিধনের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে হুঁশিয়ারি অরুণ জেটলির]

উদ্দেশ্য ছিল মোদি বিরোধী জোটের কমন অভিন্ন ন্যূনতম কর্মসূচি নির্ধারণ করা। কিন্তু দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি বৈঠকের উদ্দেশ্যই বদলে দিল। ২১টি বিরোধী দলের বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল পুলওয়ামা হামলা এবং পরবর্তী পরিস্থিতি। এদিন সংসদ ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস সভানেন্ত্রী সোনিয়া গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এনসিপি নেতা শরদ পাওয়ার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু-সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতানেত্রীরা। বৈঠক শেষে রাহুল বলেন, “২১টি বিরোধী দল একসঙ্গে পুলওয়ামা হামলার নিন্দা করেছে। ভারতীয় সেনার সাফল্যকেও কুর্নিশ জানিয়েছে বিরোধীরা। পাকিস্তানের অপচেষ্টার নিন্দা করার পাশাপাশি আমাদের একজন পাইলট নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন বিরোধী নেতারা। সেই সঙ্গে সমস্ত বিরোধী নেতারা সরকারের কাছে দাবি জানাচ্ছে, সীমান্তে কী ঘটছে তা সম্পর্কে গোটা দেশকে বিস্তারিত জানানো হোক।”

Advertisement

[বায়ুসেনার টার্গেট ছিল জইশ ও লস্করের সদর দপ্তর! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

এদিন, সেনার সাফল্যকে কুর্নিশ করলেও সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, সেনার এই সাফল্য নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। এমনকী প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, গোটা দেশ যখন পুলওয়ামা হামলার পর দুঃখপ্রকাশ করছিল তখন সরকারের ডাকা সর্বদল বৈঠকে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাজির ছিলেন না তা নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। তাদের স্পষ্ট অভিযোগ, সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছে সরকার।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ