Advertisement
Advertisement

Breaking News

Prashant Kishor

পাটনা আদালতে খারিজ প্রশান্ত কিশোরের জামিনের আবেদন

প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

Patna court rejects Prashant Kishor's bail plea in content theft case
Published by: Soumya Mukherjee
  • Posted:March 7, 2020 6:38 pm
  • Updated:March 7, 2020 6:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণা ও পরিকল্পনা চুরির অভিযোগ দায়ের হওয়া মামলায় খারিজ হল প্রশান্ত কিশোরের জামিনের আবেদন। শনিবার তাঁর আবেদনের ভিত্তিতে হওয়া শুনানির পর তা খারিজ করলেন পাটনা আদালতের এক বিচারক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি ‘বাত বিহার কি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের সূচনা করেন সদ্য জনতা দল ইউনাইটেড (JDU)) থেকে বহিষ্কৃত ওই দলের প্রাক্তন সহ-সভাপতি প্রশান্ত কিশোর। আগামী ১০-১৫ বছরের মধ্যে বিহার দেশের অন্যতম সেরা রাজ্য বানানোর জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়েছে বলে জানানো হয় তাঁর তরফে। এর জন্য একটি ওয়েবসাইটও চালু করা হয়। কিন্তু, এরপরই প্রশান্ত কিশোর ও তাঁর এক কর্মচারী ওসামার বিরুদ্ধে পাটনার পাটলিপুত্র পুলিশ স্টেশনে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ দায়ের করেন শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: ফাঁসি নিয়ে জটিলতা অব্যাহত, নির্ভয়ার ধর্ষক মুকেশের দ্রুত শুনানির আরজি খারিজ]

 

Advertisement

তাঁর অভিযোগ ছিল, প্রশান্ত কিশোরের কর্মচারী ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লড়াই করেছিলেন। পরে প্রশান্ত কিশোরের সঙ্গে এই প্রকল্পে যোগ দেন। সেই সময়ই এই প্রকল্প সংক্রান্ত সব কাগজপত্র প্রশান্ত কিশোরের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: নারী দিবসের উপহার ASI-এর, স্মৃতিসৌধে বিনামূল্যে প্রবেশাধিকার মহিলাদের]

 

সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন জানানোর পরেই নীতীশ কুমারের সঙ্গে সংঘাত শুরু হয়েছিল প্রশান্ত কিশোরের। এই আইনের বিরোধিতা করে টুইট করার জন্য তাঁর সঙ্গে বৈঠকও করেন JD(U) সুপ্রিমো। তারপর কয়েকদিন সব চুপচাপ থাকলেও দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করা নিয়ে ফের তোপ দাগেন প্রশান্ত! এরপরই JD(U) সহ-সভাপতি পদ থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেন বিহারের মুখ্যমন্ত্রী। দলবিরোধী কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আর এবার একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের প্রচার করার জন্য ভোটকুশলী প্রশান্ত কিশোরের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করল বিহার পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে বিতর্ক দেখা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ