Advertisement
Advertisement
PM Modi

‘বিজেপির রেকর্ড, নজির গড়ে উত্থান শেয়ার বাজারেও’, ৪ জুন নিয়ে ভবিষ্যদ্বাণী মোদির

৪ জুন ভোটের ফলপ্রকাশের পরেই চড়চড়িয়ে বাড়বে সেনসেক্সের সূচক, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।

PM Modi predicts record rise in stock market after Lok Sabha 2024

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 23, 2024 1:36 pm
  • Updated:May 23, 2024 1:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড আসন জিতে তৃতীয়বার ক্ষমতায় ফিরবেন বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, নির্বাচন শেষে নজির গড়বে বিজেপি। সেই সঙ্গে রেকর্ড উত্থান হবে শেয়ার বাজারেও। ৪ জুন ভোটের ফলপ্রকাশের পরেই চড়চড়িয়ে বাড়বে সেনসেক্সের সূচক।

একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ৪ জুন বিজেপি যখন রেকর্ড আসন জিতবে, ঠিক সেই সময়ে নতুন শিখর ছোঁবে স্টক মার্কেটও।” মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে গত ১০ বছরে বিজেপি সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ানও এই সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিনিয়োগের ক্ষেত্রে সর্বাধিক সংস্কার করেছে বিজেপি সরকার।

Advertisement

[আরও পড়ুন: ‘কাশী-মথুরা বাকি হ্যায়’, ৪০০ আসনের টার্গেট পূরণে পুরনো স্লোগান মনে করালেন হিমন্ত

মোদি বলেন, ২০১৪ সালে বিজেপি যখন সরকার গড়েছিল সেই সময়ে সেনসেক্সের সূচক ছিল ২৫ হাজার। কিন্তু এখন সেই সূচক ৭৫ হাজারে পৌঁছে গিয়েছে। ভারতীয় অর্থনীতির উপরে আস্থা রেখেছেন দেশবাসী। সেই জন্যই ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ২.৩ কোটি থেকে ১৫ কোটি হয়েছে। গত ১০ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীর সংখ্যা ১ কোটি থেকে ৪.৫ কোটিতে দাঁড়িয়েছে। তার কারণ, বিনিয়োগ করার ক্ষেত্রে সরকার কী কী সংস্কার করেছে সেগুলো দেশবাসী দেখেছেন। সেই জন্যই আরও সহজে বিনিয়োগ করতে পারছেন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, ৪ জুন নির্বাচনের (Lok Sabha 2024) ফলপ্রকাশের পর শেয়ার বাজারে সূচক বাড়বে বলে আগেই মন্তব্য করেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চারশোরও বেশি আসন পেয়ে ফের সরকার গড়বে এনডিএ। তার জেরে আবারও উর্ধ্বমুখী হবে শেয়ার বাজার। ফলে ওই সময়ে বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, নিজেরাই ৪০০ পারের ডাক দিয়েছে এনডিএ। সেই ফল না হলে লোকসান হতে পারে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। যদিও রেকর্ড আসন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: ইন্দিরা-রাজীবদের সিস্টেম দলিত-আদিবাসী বিরোধী, স্বীকার করলেন রাহুলই! তোপ মোদির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ